পৃষ্ঠাসমূহ

বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

এমপিথ্রি স্কাইপ রেকর্ডার(MP3 Skype Recorder) আপনার স্কাইপ কলগুলোরেকর্ড করে রাখুন

এমপিথ্রি স্কাইপ রেকর্ডার(MP3 Skype Recorder) একটি প্রোগ্রাম যা অটোমেটিকভাবে আপনার সকল স্কাইপ কল রেকর্ড করে রাখতে পারে । এটি আপনার কলগুলো আপনার কম্পিউটারে এমপিথ্রি ফরম্যাটে রেকর্ড করে রাখতে পারে । এটি পিয়ারটুপিয়ার স্কাইপ কল এবং স্কাইপআউট কল পাশাপাশি স্কাইপ অনলাইন নাম্বারের কলও রেকর্ড করে রাখতে
পারে । এটি সিস্টেমট্রেতে থেকে আপনি যখন স্কাইপে কল করবেন তখন রেকর্ড করা শুরু করবে । এটি একসাথে একাধিক কলরেকর্ড করতে পারে । এটি প্রত্যেকটি কল আলাদা আলাদা ফাইলে স্টোর করে । এটি ব্যবহার করে মোবাইল ফোনের মত আপনি স্কাইপে কারও সাথে কথা বললে তা পরে ব্যবহার বা অন্য যে কোন কাজের জন্য রেকর্ড করে রাখতে পারবেন ।
স্কাইপ রেকর্ডারের উইন্ডো

ডাউনলোড
ইনস্টল করার পর টাস্কবারে মিনিমাইজ অবস্থায় থাকবে ।  এমপিথ্রি স্কাইপ রেকর্ডারের বাটনে ক্লিক করলে উপরের মেনুটি আসবে । স্কাইপে কল করলে নিজেই নিজেই রেকর্ড করা শুরু করবে । রেকর্ড শেষে কোন ফাইলে  রেকর্ড করে রাখা হয়েছে তা দেখাবে ।

সিস্টেম রিকোয়ারম্যান্ট:

  • উইন্ডোজ ভিস্তা,৭,৮ ডেস্কটপ
  • ডটনেট ফ্রেমওয়ার্ক 4.0 বা বেশি । যদি না থাকে তাহলে ইন্টারনেট থেকে ইন্সটল করার সময় ইন্সটল হবে ।
  • স্কাইপ ইন্সটল থাকতে হবে ।
 ফিচার:
  • অটোমেটিং বা ম্যানুয়াল রেকর্ডিং ।
  • স্কাইপ কনফারেন্সের সাথে সহজেই ইন্টিগ্রেট হতে পারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন