পৃষ্ঠাসমূহ

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখুন মাইক্রোসফট পাওয়ার-পয়েন্ট ছাড়া

পাওয়ারপয়েন্ট ভিওয়ার


আপনি যদি কখনো কারও কাছ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেয়ে থাকেন কিন্তু আপনার কাছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নেই তাহলে কি করবেন ? চিন্তার কিছু নেই । মাইক্রোসফট পাওয়ার-পয়েন্ট ভিওয়ার ব্যবহার করে আপনি পাওয়ার-পয়েন্ট
ফাইল দেখতে পারবেন ।এর সাহায্যে পাওয়ার-পয়েন্ট ৯৭ থেকে শুরু করে পরের সকল ভার্সনে তৈরি করা পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে পারবেন । পাসওয়ার্ড দেওয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর সাহায্যে খুলতে পারবেন ।

ইন্সটল করার পরে ফাইল মেনুতে গিয়ে যে ফাইল খুলতে চান তা দেখিয়ে দিন ।

এক্স-পি থেকে শুরু করে সকল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে । 

যে যে ফরম্যাটের ফাইল সাপোর্ট করে: .ppt, . pptx, . pptm, . pot, . potx, . potm, . pps, . ppsx and . ppsm.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন