পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

উইন্ডোজ ৭ এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

আমরা অনেকেই আমাদের কম্পিওটারের ইউজার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করে থাকি।কিন্তু আপনি কখনও যদি  পাসওয়ার্ড ভুলে যান এবং মনে করুন কোথাও লিখে রাখেননি,কোন হিন্টও না।তখন আপনার অবস্থা কি রকম হবে?একটু ভেবে দেখুন তো।
এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করা।তার সাথে অন্যান্য সমস্যা না বলাই ভাল হবে।কিন্ত একটু সচেতন হলে যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন এরকম পরিস্থিতি এড়াতে পারেন। 

  এই সমস্যার একটি সহজ সমাধান হতে পারে একটু সতর্কতা এবং উইন্ডোজ  ৭ এর Forgotten Password wizard নামক টুলটির