পৃষ্ঠাসমূহ

এক্স-পি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এক্স-পি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

কম্পিউটারে বাংলা শব্দের ভুল বানান সঠিক ভাবে লিখতে ব্যবহার করতে পারেন অভ্র স্পেল চেকার

কম্পিউটারে  বাংলা লেখার জন্য প্রায় সবাই অভ্র কি বোর্ড ব্যবহার করি । বাংলা লিখতে গিয়ে আমাদের অনেক সময় অনেক শব্দের বানান ভুল হয়ে থাকে । অনেক সময় এই শব্দের ভুল বানান  পাঠকের জন্য বিরক্তির কারণে পরিণত হয় । লেখা তার সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা হারায় । অভ্র কি বোর্ডের সাথে বাংলা শব্দের ভুল  বানান সঠিক করার জন্য স্পেল চেকার  আছে । যেটি ব্যবহার করে আপনি আপনার ভুল বানান সঠিক করতে পারবেন । আর যদি বাংলা বানানের জন্য অভ্র স্পেল চেকারের উপর নির্ভর না করতে চান তাহলে বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম পড়তে পারেন । কিভাবে অভ্র স্পেল চেকার ব্যবহার করে বাংলা ভুল বানান সঠিক করবেন তা নিয়ে আলোচনা করব । 
প্রথমে আপনাকে অভ্র কি বোর্ডের টপ বারের ৫ নং আইকনে ক্লিক করে নিচের মেনু থেকে অভ্র স্পেল চেকার চালু করুন । অথবা কি বোর্ডের Ctrl + F7 একসাথে চেপে চালু করতে পারেন । 
অভ্র টপ বার থেকে স্পেল চেকার চালু করা হচ্ছে ।
স্পেল চেকার চালু হলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন । এটিকে অভ্র প্যাডও বলা হয় ।
অভ্র প্যাড 
আপনি আপনার বাংলা লেখা যেখানে আছে সেখান থেকে কপি করে এই উইন্ডোটিতে পেস্ট করতে হবে । তারপর Spell check মেনু থেকে  Spell check now এ ক্লিক করুন  । সব শব্দের বানান চেক করে দেখাবে কোন কোন বানান ঠিক করতে হবে । যেসব শব্দের  বানান ঠিক করতে হবে তা ঠিক করার জন্য নিচের  উইন্ডোতে  লেখাটি পেস্ট করুন । তারপরে শব্দের বানান সঠিক করার কাজ করতে হবে ।
স্পেল চেক নাও মেনু থেকে স্পেল চেক নাও এ ক্লিক করা হচ্ছে ।
বাংলা বানান কিভাবে ঠিক করবেন তা দেখানোর জন্য উদাহরণ স্বরূপ আমি আমার কিছু শব্দের বানান ভুল করে দিব । তারপর তা কিভাবে ঠিক করব তা দেখাব । 
স্পেল চেকার
প্রথমে আমি স্পেল চেকার মেনু থেকে স্পেল চেক নাও সিলেক্ট করেছি । তারপর অভ্র স্পেল চেকার 1 নাম্বার এ ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে । এরই সাথে নতুন একটি উইন্ডো বামে চালু হয়েছে । উইন্ডোটিতে বিভিন্ন নাম্বার দেয়া 2-9 পর্যন্ত মেনু দেখা যাচ্ছে । 
  •  2 নং এ ভুল বানান দেখাবে । আমার লেখার মাঝে ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে তা দেখাচ্ছে ।
  • 3 নং এ ভুল বানানটির সঠিক বানান কি হতে পারে তার একটি তালিকা দেখা যাবে  । এখান থেকে যেটি সঠিক হওয়ার সম্ভাবনা আছে তা স্পেল চেকার সিলেক্ট করেছে । 
  • 8 নং এর Change Once বাটনে একবার ক্লিক করলে 1 নং জায়গা ভুল "পরিনত " সঠিক  বানান "পরিণত" হয়ে যাবে । আমি এখন Change Once এ ক্লিক করে বানানটি ঠিক করব । 9 নং এর Change All বাটনটি আপনার লেখায় যত জায়গা একই শব্দ একই ভাবে ভুল আছে সব জায়গায় একসাথে সঠিক করবে । একটি শব্দ সঠিক করার পরে অভ্র পরের ভুল শব্দটি সিলেক্ট করে আপনাকে দেখাবে ।
  • 4 নং এর Change to: এ আপনার যদি Select from suggestion(s): এর নিচে দেওয়া  লিস্টের কোন বানান সঠিক মনে না হয় তাহলে সেখানে আমি নিজের যে বানানটি সঠিক মনে হয় তা লিখব এবং 8 এর Change Once: এ ক্লিক করব ।
  • 5 নং এর Ignore Once  বাটনটি যখন কোন বানান আমি জানি সঠিক কিন্তু অভ্র স্পেল চেকার ভুল বলে ধরে নিয়েছে তখন ব্যবহার করব । ফলে অভ্র স্পেল চেকার সেই বানানটি সঠিক করতে আর সাজেশন দিবে না । 5 এর মত 6 এর Ignore All কাজ করে । 
  • আপনি যদি আপনার সঠিক করা বানানটি অভ্রের সঠিক বানানের লিস্টে সেভ করে রাখতে চান তাহলে 7 এর Add to dictionary ব্যবহার করতে পারেন ।
সবভুল শব্দের বানান সঠিক হয়ে গেলে নিচের মত একটি উইন্ডো আসবে যাতে বলা হবে যে শব্দের বানান চেক করা সম্পূর্ণ হয়েছে । তারপরে অভ্র প্যাড থেকে লেখাটি কপি করে নিবেন । ভুল শব্দের বানানের লেখা যেখানে আছে সেখানের লেখা এই লেখা দ্বারা প্রতিস্থাপিত করতে হবে । তা না হলে শব্দের বানান ভুল ঠিক করে কোন লাভ হবে না । আর অভ্র ইন্সটল করলে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে স্পেল চেকারের একটি অ্যাড অন ইন্সটল হবে । সেটি সরাসরি ওয়ার্ড থেকে ব্যবহার করতে পারেন ।
আমার মত আপনিও বাংলা শব্দের ভুল বানান সঠিক করতে অভ্র স্পেল চেকার ব্যবহার করতে পারেন ।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

মাইক্রোসফট এক্সেলের ফাইল খুলুন মাইক্রোসফট এক্সেল ছাড়া

মাইক্রোসফট এক্সেলের ফাইল খোলার জন্য আপনার কম্পিউটারে যদি এক্সেল না থাকে তাহলে ব্যবহার করতে পারেন এক্সেল ভিউয়ার(Excel Viewer) । এটি মাইক্রোসফটের তৈরি । মাইক্রোসফট এক্সেল ইন্সটল না থাকলেও খুলুন,দেখুন এবং আপনার এক্সেলের ফাইলগুলো প্রিন্ট করুন ।

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুলুন মাইক্রোসফট অফিস ছাড়া

আমরা সবসময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্ট ব্যবহার করি। বেশির ভাগ ডকুমেন্ট মাইক্রোসফট অফিসের নেটিভ ফরমেটে থাকে। কিন্তু ধরুন আপনার কাছে মাইক্রোসফট অফিস নেই তাহলে কি করবেন? আপনার মত যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস নেই

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

স্টার্ট মেনু ভুলে যান লঞ্চি(Launchy) এর সাহায্যে।


আমরা সাধারণত স্টার্ট মেনু থেকে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে যে সফটওয়্যারটি ব্যবহার করতে চাই তা খুজেঁ বের করা অনেক সময় ক্লান্তিকর মনে হতে পারি ।আপনি যদি এই কাজটাকে আরেকটু সহজে ও দ্রুত করতে চান ব্যবহার করুন লঞ্চি(Launchy)।
লঞ্চি
 লঞ্চি ইন্সটল করার পর এটি কম্পিউটার চালু হবার সময় চালু হবে। চালু থাকা অবস্থায় শর্টকাট কন্ট্রোল(Ctrl)+স্পেস(Space) চাপলে লঞ্চির মেনু দেখা যাবে। উপরে যে ঘরে

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে

উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন ইন্সটল করতে হবেনা পোর্টেবল।
pxtaskbartans
এই আইকনটিতে ক্লিক করলে নিচে