পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে

উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন ইন্সটল করতে হবেনা পোর্টেবল।
pxtaskbartans
এই আইকনটিতে ক্লিক করলে নিচে
র উইন্ডোটি খুলবে।
১)টাস্কবার,২)স্টার্ট মেনু প্রোগ্রাম,৩)স্টার্ট মেনু তিনটির মান পরিবর্তন করলে সেই মান অনুযায়ী স্বচ্ছ হবে।

৪) নং এ টিক চিহ্ন দিলে ১,২,৩, এর মান একসাথে পরিবর্তিত হবে।



কনফিগারেশন উইন্ডোতে স্টার্ট-আপের সময় লোড কর(Load at startup) তে টিক চিহ্ন দিলে কম্পিউটার চালু করার সময়  প্রতিবার চালু হবে এবং রিস্টার্ট এক্সপ্লোরার বাটনটি এক্সপ্লোরারকে বন্ধ করে পুনরায় চালু করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন