পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

অনলাইন ডাটা রিকভারি(Online Date Recovery)


অনলাইন ডাটা রিকভারি অথবা দূর(Remote) থেকে তথ্য পূনরুদ্ধার হারানো বা মুছে ফেলা(Deleted) তথ্য  ফিরে পাওয়ার আরেকটি পদ্ধতি। এটি নিয়মিত সফটওয়্যার ব্যবহার করে তথ্য পূনরুদ্ধারের মতই। এই ধরণের পূনরুদ্ধার কাজ ড্রাইভ বা কম্পিউটার স্থানান্তর না করে   ইন্টারনেটের মাধ্যমে সম্পাদন করা হয় । পুনরুদ্ধারকারী প্রকৌশলী(Recovery technician) অন্য কোন জায়গায় বসে ব্যবহার কারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পুনরুদ্ধারের কাজটি অনলাইনে সম্পন্ন করেন। এই প্রেক্ষাপটে ব্যবহারকারীকে যাতায়াত বা মিডিয়া(হার্ডড্রাইভ,পেন-ড্রাইভ প্রভৃতি) অন্য কোথাও পাঠাতে হয়না।
যদিও অনলাইন ডাটা রিকভারি সুবিধাজনক এবং অনেক ক্ষেত্রে কাজের, এটি প্রকৃতপক্ষে কিছু কারণে সাধারণ ডাটা রিকভারির চাইতে কম জনপ্রিয়। প্রথমত,সঠিকভাবে করার জন্য ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যা বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশে দুর্লভ। আর অনলাইন রিকভারি  ভৌত(Physical) ক্ষতির ক্ষেত্রে করা সম্ভব না, যার জন্য সনাতন পরীক্ষারে পুনরুদ্ধার করতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন