পৃষ্ঠাসমূহ

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা


সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা । নতুন  বছর বাংলাদেশ ও সকলের  পদযাত্রা শুভ হোক। 

উইন্ডোজের জন্য ফেসবুকের তৈরি করা ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger)

Light bulbফেসবুক মেসেঞ্জার কি?
উইন্ডোজের  জন্য  মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি  না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
  • ফ্রেসবুকের বন্ধুদের সাথে চ্যাট এবং বার্তা বিনিময় করতে পারবেন।
  • আপনার বন্ধুদের আপডেট পাবেন।
  • দ্রুত নোটিফিকেশন পাবেন।
Facbook ChatStarএটি শুধুমাত্র উইন্ডোজ ৭ সাপোর্ট করে। Light bulbডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ইন্সটল করার জন্য ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ২ মিনিটেই ইন্সটল হয়ে যাবে। ইন্সটলের সাথে সাথে আপডেট হবে তাই ইন্সটল করার সময় ২ মিনিটের মত সময় ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
এবার লগিন করার জন্য টাস্কবারের নিচের ফেসবুক আইকনে রাইট ক্লিক করুন।

অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করুন মাত্র ১০০ কিলোবাইটেরও কম আকারের সফটওয়্যার পিউররা(PureRa) দিয়ে

2011-12-30_204922
উইন্ডোজ ব্যবহারকারীরা পিউররা(PureRa) দিয়ে আপনার অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিষ্কার করুন। পিউররা(PureRa) ওপেন-সোর্স এবং পোর্টেবল।
পিউররা(PureRa) তে ক্লিক করার পর নিচের মত উইন্ডো খুলবে।
PureRa System Cleaner
নেক্সট বাটনে ক্লিক করলে নিচের উইন্ডো থেকে আপনি যেসব অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিস্কার করতে চান তাতে টিক চিহ্ন দিন অথবা সবকিছুর জন্য চে

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

অনলাইন ডাটা রিকভারি(Online Date Recovery)


অনলাইন ডাটা রিকভারি অথবা দূর(Remote) থেকে তথ্য পূনরুদ্ধার হারানো বা মুছে ফেলা(Deleted) তথ্য  ফিরে পাওয়ার আরেকটি পদ্ধতি। এটি নিয়মিত সফটওয়্যার ব্যবহার করে তথ্য পূনরুদ্ধারের মতই। এই ধরণের পূনরুদ্ধার কাজ ড্রাইভ বা কম্পিউটার স্থানান্তর না করে   ইন্টারনেটের মাধ্যমে সম্পাদন করা হয় । পুনরুদ্ধারকারী প্রকৌশলী(Recovery technician) অন্য কোন জায়গায় বসে ব্যবহার কারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পুনরুদ্ধারের কাজটি অনলাইনে সম্পন্ন করেন। এই প্রেক্ষাপটে ব্যবহারকারীকে যাতায়াত বা মিডিয়া(হার্ডড্রাইভ,পেন-ড্রাইভ প্রভৃতি) অন্য কোথাও পাঠাতে হয়না।
যদিও অনলাইন ডাটা রিকভারি সুবিধাজনক এবং অনেক ক্ষেত্রে কাজের, এটি প্রকৃতপক্ষে কিছু কারণে সাধারণ ডাটা রিকভারির চাইতে কম জনপ্রিয়। প্রথমত,সঠিকভাবে করার জন্য ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যা বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশে দুর্লভ। আর অনলাইন রিকভারি  ভৌত(Physical) ক্ষতির ক্ষেত্রে করা সম্ভব না, যার জন্য সনাতন পরীক্ষারে পুনরুদ্ধার করতে হয়।

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে

উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন ইন্সটল করতে হবেনা পোর্টেবল।
pxtaskbartans
এই আইকনটিতে ক্লিক করলে নিচে

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

জি-মেইল ড্রাইভ শেল এক্সটেনশন

আপনার জি-মেইল অ্যাকাউন্টকে ব্যবহার করুন অনলাইনে ফাইল সংরক্ষণে।
জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্ট কেন্দ্র করে ভার্চুয়াল(যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যৌক্তিক ভাবে বিদ্যমান)  ফাইল-সিস্টেম তৈরি করে  জি-মেইলকে   স্টোরেজ মাধ্যম(যেমন: হার্ড ডিস্ক,পেন-ড্রাইভ প্রভৃতি) হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দেয়।

জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্টের উপর ভার্চুয়াল ফাইল-সিস্টেম তৈরি করে। উইন্ডোজ এক্সপ্লোরার  থেকে জি-মেইল অ্যাকাউন্টে সরাসরি ফাইল সঞ্চয় এবং  জি-মেইল ড্রাইভে সঞ্চিত ফাইল পাওয়ার ব্যবস্থা করে দেয়। আক্ষরিক ভাবে জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারের মাই কম্পিউটার ফোল্ডারের অধীনে নতুন ড্রাইভ যুক্ত করে। যেখানে আপনি নতুন ফোল্ডার তৈরি, ফাইল অনুলিপি(Copy) এবং ড্রাগ এবং ড্রপ(কম্পিউটারে ফাইল টেনে এনে ছেড়ে দিয়ে কাজ করা)  করতে পারবেন।

যখন থেকে গুগল ব্যবহারকারীদেরকে জি-মেইল ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা শুরু করল, ৮০০০ মেগাবাইট স্টোরেজ জায়গা সহ। আপনার অনেক জায়গা থাকলেও এই জায়গা পূর্ণ করার জন্য তেমন কিছু নেই। জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ফাইল জি-মেইল অ্যাকাউন্টে সঞ্চয় এবং ফেরত পেতে পারবেন।

জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি যখন তৈরি করেন, এটি একটি ই-মেইল তেরি করে আপনার ই-মেইল অ্যাকাউন্টে পাঠায়। ই-মেইল আপনার সাধারণ মেইল অ্যাকাউন্টের ইন-বক্সে থাকে এবং ফাইলটি ই-মেইল সংযুক্তি হিসেবে সংযুক্ত হয়। জি-মেইল ড্রাইভ সময়ানুয়ী আপনার মেইল অ্যাকাউন্ট পরিক্ষা করে( জি-মেইলের সার্চ ফাংশন ব্যবহার করে) নতুন ফাইল পৌঁছেছে কিনা দেখার জন্য  এবং ডিরেক্টরির গঠন পূনর্গঠন করে। কিন্তু জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারে সংযুক্ত অন্যান্য হার্ড ড্রাইভের মত কাজ করে।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ব্যবহার : ডাউন-লোড করে ইন্সটল করার পর ব্যবহার করার মাই কম্পিউটারে নিচের মত ড্রাইভ তৈরি হবে।
 এই ড্রাইভে ক্লিক করলে আপনার জি-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

লগ ইন করার পর জি-মেইল ড্রাইভ ফোল্ডারে ডাবল ক্লিক করুন।নিচের ফোল্ডার খুলবে।এই ফোল্ডারে ফাইল সংরক্ষণ বা ডিলিট বা কপি করলে তা আপনার অনলাইন ড্রাইভে হবে।
মনে রাখবেন যে জি-মেইল ড্রাইভ গুগল প্রদত্ত ফ্রি জি
-মেইল সেবার উপর নির্ভর করে, জি-মেইল সিস্টেমের পরিবর্তন এই টুলটির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।
উইন্ডোজের সকল ভার্সন সাপোর্ট করে।







বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

কম্পিউটার ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাস

কম্পিউটার ভাইরাস সবসময় গুরুত্বপূর্ণ ভয় ছিল না। প্রথম  সময়ের ভাইরাসগুলো সাধারণ প্রোগ্রাম ছাড়া কিছু ছিল না । ১৯৭০ এর দশকের দিকে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় এবং  কম্পিউটারের টার্মিনালে বার্তা প্রদর্শন ছাড়া বেশি কিছু করত না।

১৯৮০’র দশক ও তার মাঝামাঝি  পর্যন্ত গুরুতর নিরাপত্তা ভয় হিসেবে   ভাইরাস তেমন নজরে আসেনি। এই সময়ে ব্রেইন ভাইরাস(Brain Virus) এর মত প্রথম কম্পিউটার ভাইরাস দেখা যায়। এই ভাইরাসটি এম-এস ডস(MS-DOS) কম্পিউটারের বুট সেক্টরকে সংক্রমিত করতে সক্ষম,ধীর গতিসম্পন্ন করে দিত অথবা ব্যবহারের অনুপযোগী করে দিত।
ভাইরাসের প্রতি মিডিয়ার নজর ৯০’র দশকে

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

উইন্ডোজের টাইটেলবারের জন্য এক্সট্রাবাটনস(extraButtons) বা অতিরিক্ত-বাটন যা আপনার কাজকে আরও আরামদায়ক করে তুলবে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইন্ডোজের টাইটেল-বারে সাধারণত মিনি-মাইজ,ম্যাক্সি-মাইজ এবং ক্লোজ বাটন থাকে। এক্সট্রাবাটনস(extraButtons) বা অতিরিক্ত-বাটন ব্যবহার করে আপনি  আরও কিছু বাটন যোগ করতে পারবেন।


এক্সট্রাবাটনস(extraButtons) ফ্রিওয়্যার সফটওয়্যার যা  সব  উইন্ডোজের ক্যাপশনে অতিরিক্ত কিছু বাটন যোগ করে।

এক্সট্রাবাটনস(extraButtons) ডেস্কটপ এবং উইন্ডোজসমূহ সাজিয়ে রাখতে ১০ ধরণের বাটন প্রদান করে।

বৈশিষ্ট্যসমূহ:


এক্সট্রাবাটনস(extraButtons) ব্যবহার করা খুবই সহজ।

এক্সট্রাবাটনস(extraButtons) ব্যবহার করতে বিশেষ দক্ষতার প্রয়োজন নেই।

এক্সট্রাবাটনস(extraButtons) সিস্টেমের সাথে সম্পূর্ণরূপে গঠিত।

বাটনসমূহ যেকোনো সময় পরিবর্তন করা যায়।
এক্সট্রাবাটনস(extraButtons) এ নিম্নলিখিত বাটনসমূহ বিদ্যমান:
(1)Always on top(সর্বদা উপরে)-উইন্ডোকে অন্য উইন্ডোসমূহের উপরে স্থাপন করে,যার কারণে উইন্ডোটি সর্বদা অন্য উইন্ডোর উপরে থাকবে। 
(2)Send to back(পেছনে পাঠাও)-উইন্ডোটিকে অন্য উইন্ডোর পেছনে স্থাপন করে।
(3)Copy window(উইন্ডোর প্রতিলিপি)-নতুন উইন্ডোতে এপ্লিকেশনের প্রতিলিপি চালু করে।
(4)Roll-up(পাকানো)/unroll(পাকখোলা)-উইন্ডোটিকে এর ক্যাপশনে মিনি-মাইজ করে।যাতে আপনি শুধু উইন্ডোর টাইটেলসহ ক্যাপশন বার দেখতে পারেন।
(5)Minimize to box(বক্সে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে ডেস্কটপের নির্দিষ্ট স্থানে আইকন সাজিয়ে রাখে।
(6)Percentage transparency(আনুপাতিক স্বচ্ছতা)-পপ-আপ স্বচ্ছতা মেনু অনুযায়ী স্বচ্ছ করে।
(7)Transparency(স্বচ্ছতা)-উইন্ডোকে নিয়ন্ত্রণযোগ্য-ভাবে স্বচ্ছ করে।
(8)Minimize to tray(ট্টেতে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে সিস্টেম ট্রেতে আইকন স্থাপন করে।
(9)Minimize to tray menu(ট্রে মেনুতে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে সিস্টেম ট্রের মেনুতে আইকন স্থাপন করে।
(10)Move to Another Monitor(অন্য মেনুতে সরাও)-একাধিক মনিটর থাকলে অন্য মনিটরে সরায়।
 Application Blacklist(এপ্লিক্যাশন ব্ল্যাক-লিস্টের মাধ্যমে কোন এপ্লিক্যাশনকে এক্সট্রাবাটনস(extraButtons) থেকে আলাদা করে রাখা যায়।

    হটকি নির্দিষ্ট করা যায়।
    প্রদর্শিত সফটওয়্যারের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে। 
    ডাউনলোড(সম্পূর্ণ ভার্সন) 
    অনুসারে

    শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

    ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে রাঙিয়ে দিন ফোল্ডার আইকন


    আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজ এক্স-পি,ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে। ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।

    ফোল্ডার হাইলাইট(FolderHighlight) এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন।যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আই

    শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

    উইনসিডিএমু(WinCdEmu)-আইসো(ISO) ইমেজ মাউন্ট করার সবচেয়ে সহজ পথ। এবং আরও…..

    উইনসিডিএমু(WinCdEmu) ওপেন-সোর্স সিডি,ডিভিডি,ব্লুরে এমুলেটর যার সাহায্যে এক ক্লিকেই আপনি অপটিক্যাল ডিস্ক ইমেজ মাউন্ট এবং তৈরি  করতে পারবেন। ডাউন-লোড করা আইসো ইমেজ  খালি ডিস্কে  বার্ন(তথ্য সিডি,ডিভিডিতে সংরক্ষণ করা) না করে ব্যবহার করতে এটিই সহজ উপায়।

    সুবিধাসমূহ:
    • এক ক্লিকেই

    মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

    নিজে নিজে বন্ধ হবে কম্পিউটার


    অটো শাট-ডাউন আপনার কম্পিউটারকে  নির্দিষ্ট সময়সূচী বা রুটিন অনুযায়ী বন্ধ করতে এবং বিভিন্ন বন্ধ করার অপশন যেমনঃ বন্ধ করা,

    শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

    ফিজিক্যাল(ভৌত) ক্ষতির পর তথ্য পুনরুদ্ধার


    অনেক ধরণের দুর্ঘটনা স্টোরেজ মিডিয়ার ভৌত ক্ষতি করতে পারে।সিডি রমের ধাতব স্তরে আঁচড় কেটে যেতে পারে, হার্ড ডিস্ক কয়েক ধরণের যান্ত্রিক ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন হেড ক্র্যাশ এবং মোটর নষ্ট হওয়া,সাধারণ টেপ ভেঙ্গে যেতে পারে। ভৌত ক্ষতি সবসময় অল্প হলেও কিছু তথ্যের ক্ষতি করে, অনেক ঘটনায় ফাইল সিস্টেমের লজিক্যাল(গাণিতিক,যৌক্তিক) গঠনও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মিডিয়া হতে ফাইল পুনরুদ্ধারের পূর্বে কোন লজিক্যাল ক্ষতি অবশ্যই মেরামত করতে হবে।
    সবচেয়ে বেশি ভৌত ক্ষতি সাধারণ ব্যবহারকারী কর্তৃক মেরামত সম্ভব নয়। উদাহরণস্বরূপ সাধারণ পরিবেশে হার্ডডিস্ক খোলা হলে বাতাসের ধূলা প্ল্যাটার এ জমতে পারে এবং প্ল্যাটার এবং রিড রাইট হেডের মাঝে জমে নতুন হেড ক্র্যাশের কারণ হতে পারে যা পরবর্তীতে প্ল্যাটার এর ক্ষতি করে এবং এইভাবে পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করে। তাছাড়া সাধারণ ব্যবহারকারীর সাধারণত এই ধরণের মেরামতের জন্য হার্ডওয়্যার ও কারিগরি জ্ঞান থাকেনা। ফলস্বরূপ ব্যয়বহুল তথ্য পুনরুদ্ধার-কারী প্রতিষ্ঠানকে তথ্য পুনরুদ্ধারে নিয়োগ দেয়া হয়।
    হার্ডডিস্ক

    পুনরুদ্ধার কৌশল

    ভৌত-ভাবে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার হতে তথ্য পুনরুদ্ধারের সাথে বহুবিধ কৌশল জড়িত থাকতে পারে। কিছু ক্ষতি হার্ডডিস্কের যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে  মেরামত করা যেতে পারে। এভাবে ডিস্কটিকে ব্যবহার উপযোগী করা যেতে পারে কিন্তু সেখানে কিছু লজিক্যাল ক্ষতি থাকতে পারে। হার্ডডিস্কের উপরিতল থেকে প্রতিটি পাঠযোগ্য বিট(কম্পিউটারে তথ্যের ক্ষুদ্রতম একক) পুনরুদ্ধারের জন্য বিশেষ ডিস্ক-ইমেজিং কার্যপদ্ধতি ব্যবহার করা হয়। একবার এই ইমেজ(প্রতিচ্ছবি) বা অনুলিপি সংগ্রহ  এবং নির্ভরযোগ্য মাধ্যমে(যেমনঃ হার্ডডিস্ক প্রভৃতি) করা সম্ভব হলে, লজিক্যাল ক্ষতির জন্য নির্বিঘ্নে বিশ্লেষণ করা হয় এবং সম্ভবত অরিজিনিয়াল বা আসল  ফাইল সিস্টেমের বেশিরভাগই পুনর্নির্মাণ করা সম্ভব হয়।



     উইকিপিডিয়া অনুসারে

    রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

    ডাটা রিকভারি(Data Recovery) বা তথ্য পুনরুদ্ধার

     

    ক্ষতিগ্রস্ত, হঠাৎ নিষ্ক্রিয়, বিকৃত অথবা অনভিগম্য সেকেন্ডারি  স্টোরেজ   যখন স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়না তখন তা হতে তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া হল ডাটা রিকভারি বা তথ্য পুনরুদ্ধার। প্রায়ই তথ্যসমূহ অভ্যন্তরীণ(internal) অথবা বহিঃস্থ(external) হার্ডডিস্ক, সলিড স্টেট ড্রাইভ(SSD), ইউএসবি ফ্লাশ, স্টোরেজ টেপ, সিডি,ডিভিডি,আরএআইডি(RAID), এবং অন্যান্য ইলেকট্রনিক প্রভৃতি হতে উদ্ধার করা হয়। স্টোরেজ ডিভাইসের ফিজিক্যাল ক্ষতির কারণে অথবা ফাইল সিস্টেমের লজিক্যাল ক্ষতি যা এটিকে অপারেটিং সিস্টেম দ্বারা মাউন্ট(হার্ডডিস্ক এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ) পুনরুদ্ধারের দরকার পড়তে পারে।

     

    সবচেয়ে সাধারণ তথ্য পুনরুদ্ধার দৃশ্য কল্প অপারেটিং সিস্টেমের ব্যর্থতার সাথে জড়িত(নমুনাস্বরূপ একটিমাত্র ডিস্ক, পার্টিশন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে),এক্ষেত্রে  উদ্দেশ্য সাধারণত সব প্রয়োজনীয় ফাইল অন্য আরেকটি ডিস্কে কপি করা। লাইভ সিডির(Live CD) সাহায্যে যা সহজে সুসম্পন্ন করা যায়। যার বেশিরভাগ ব্যবস্থা করে  ফাইল সিস্টেম ড্রাইভ মাউন্ট করার   এবং ডিস্ক অথবা বহনযোগ্য মাধ্যমের ব্যাকআপ, এবং  ফাইল ম্যানেজার অথবা  অপটিক্যাল ডিস্ক অথোরিং সফটওয়্যারের সাহায্যে সিস্টেম ফাইলসমূহ অন্য ব্যাকআপ মিডিয়াতে স্থানান্তর করার।এমন ঘটনা  প্রায় হ্রাস করা যায় ডিস্ক পার্টিশনিং এবং নিয়মিত  মূল্যবান তথ্যের ফাইল(অথবা তাদের অনুলিপি) অন্য বদল যোগ্য অপারেটিং সিস্টেমের  অন্য একটি ভিন্ন পার্টিশনে মজুত করে।

    অন্য আরেকটি দৃশ্য কল্প ডিস্ক-লেভেল ব্যর্থতার(disk-level filure) সাথে জড়িত, যেমন নষ্ট ফাইল সিস্টেম বা ডিস্ক পার্টিশন অথবা হার্ড ডিস্ক বিচ্যুতি। এর যেকোনো একটি ক্ষেত্রে কম্পিউটার সহজে তথ্য পাঠ করতে পারে না। পরিস্থিতির উপর নির্ভর করে, সমাধান  জড়িত ফাইল সিস্টেম ,পার্টিশন টেবিল বা মাস্টার বুট রেকর্ড(MBR) অথবা হার্ডডিস্ক পুনরুদ্ধার কৌশল যেমন   সফটওয়্যার  ভিত্তিক নষ্ট ফাইল পুনরুদ্ধার  থেকে শুরু করে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত ডিস্কের হার্ডওয়্যার প্রতিস্থাপন পর্যন্ত। যদি হার্ডডিস্ক রিকভারি অপরিহার্য, ডিস্কটি স্থায়ীভাবে অকৃতকার্য হয়, এবং বরঞ্চ মনোযোগ থাকে একবার পুনরুদ্ধারের উপর, যাই পাঠ করা যায়।

    তৃতীয় দৃশ্য কল্পে, ফাইল স্টোরেজ মিডিয়াম হতে ডিলিট করে ফেলা হয়। নমুনাস্বরূপ ডিলিট করা ফাইল তাৎক্ষণিক ভাবে মুছে ফেলা হয়না; বরঞ্চ, ডিরেক্টরি স্ট্রাকচারে  তাদের উপস্থিতি মুছে ফেলা হয় এবং তারা যে জায়গা দখল করে তা পরবর্তীতে লেখার জন্য দেয়া হয়। ইতোমধ্যে পূর্বের ফাইল ফিরে পাওয়া যেতে পারে। যদিও “ডাটা রিকভারি” অথবা “তথ্য পুনরুদ্ধার” শব্দ  নিয়ে বিভ্রান্তি বিদ্যমান যা ফরেনসিক অ্যাপ্লিকেশনের বর্ণনা বা গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হয়ে থাকে।

    Light bulbউইকিপিডিয়া অনুসারে