পৃষ্ঠাসমূহ

সি লাইব্রেরী ফাংশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সি লাইব্রেরী ফাংশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

সি লাইব্রেরি ফাংশন log() ব্যবহার করে যে কোন সংখ্যার ন্যাচারাল লগারিদম বের করার টিউটোরিয়াল

সি প্রোগ্রামিং ভাষায় লগারিদম বের করার জন্যে অামরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারি । অাজ অামরা দেখব ন্যাচারাল লগারিদম বের করার জন্য log() লাইব্রেরি ফাংশনের ব্যবহার। e ভিত্তিক লগারিদমকে ন্যাচারাল লগারিদম বলা হয় ।

log()  ফাংশনটি প্যারামিটার হিসেবে একটি ফ্লোটিং পয়েন্ট(ইন্টিজার,ডাবল বা ফ্লোট ) সংখ্যা নেয় এবং তার ন্যাচারাল লগারিদম (ডাবল ডাটাটাইপ) রিটার্ন করে ।  log() লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্যে math.h হেডার ফাইলটি প্রোগ্রামে যুক্ত করতে হবে ।  এই জন্য নিচের লাইনটি প্রোগ্রামের শুরুতে লিখতে হবে ।

#include <math.h>
এখন  প্রোগ্রামের বাকি অংশ  দেখব ।  প্রোগ্রামে  দুইটি ডাবল টাইপের ভ্যারিয়েবল number, natLogNum তৈরি করা হয়েছে  । প্রথমে প্রোগ্রামটি রান করার পরে একটি সংখ্যা ইনপুট চাইবে । ইনপুট হিসেবে যে সংখ্যাটি দেয়া হবে তা number ভ্যারিয়েবলে জমা হবে । number এর ন্যাচারাল লগারিদম বের করার জন্যে নিচের লাইনটি লেখা হয়েছে ।

  natLogNum = log(number);
log() ফাংশনে প্যারামিটার হিসেবে number ভ্যারিয়েবল দেওয়ায় ফাংশনটি number ভেরিয়েবলের মান যত হবে তার ন্যাচারাল লগারিদম রিটার্ন করবে এবং তা natLogNum ভেরিয়েবলে অ্যাসাইন হবে । তারপরের লাইনে number ভ্যারিয়েবল ও তার ন্যাচারাল লগারিদমের মান প্রিন্ট করা হয়েছে ।
সম্পূর্ণ প্রোগ্রাম :

#include <stdio.h>
#include <math.h>

int main()
{
    double number;
    double natLogNum;
    printf("Enter a number: \n");
    scanf("%lf",&number);
    natLogNum = log(number);
    printf("Natural log of %lf = %lf\n",number,natLogNum);

    return 0;


}

এখন প্রোগ্রামটি চালিয়ে দেখব ।
ন্যাচারাল লগারিদম বের করার প্রোগ্রাম





ইনপুট হিসেবে 25 সংখ্যা দেয়ার পরে 25 এর ন্যাচারাল  লগারিদম 3.218876 প্রিন্ট হয়েছে ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

সি লাইব্রেরী ফাংশন strlen() এর টিউটোরিয়াল

সি প্রোগ্রামিং ভাষায় strlen() লাইব্রেরি ফাংশন ব্যবহার করে স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায় । strlen() প্যারামিটার হিসেবে একটি সি স্ট্রিং ইনপুট নেয় এবং তার দৈর্ঘ্য রিটার্ন করে । strlen() এর রিটার্ন টাইপ ইন্টিজার এবং এর প্যারামিটারের টাইপ স্ট্রিং ।  যেমন: strlen() এই ফাংশনে যদি "Bangladesh" প্যারামিটার হিসেবে দেয়া হয় তাহলে তা "Bangladesh" স্ট্রিংয়ের দৈর্ঘ্য 10  রিটার্ন করবে ।

এখন প্রশ্ন অাসতে পারে স্ট্রিংয়ের দৈর্ঘ্য বলতে কি বুঝায় ? সি স্ট্রিংয়ের শুরু থেকে স্ট্রিংয়ের শেষে নাল ক্যারেক্টার(‌'\0') পর্যন্ত যতগুলো ক্যারেক্টার অাছে সেই সংখ্যাকে  স্ট্রিংয়ের দৈর্ঘ্য বলা হয় (নাল ক্যারেক্টার (‌'\0')বাদ দিয়ে ) ।

strlen() লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য string.h লাইব্রেরি ফাংশনটি প্রোগ্রামে যুক্ত করতে হবে । এই জন্য প্রোগ্রামের শুরুতে নিচের লাইনটি লিখতে হবে ।

[sourcecode language="c"]

#include <string.h>

[/sourcecode]

অামরা এখন  নিচে একটি প্রোগ্রামে কিভাবে strlen() ব্যবহার করতে হয় তা দেখব ।

নিচের প্রোগ্রামটিতে একটি string নামের স্ট্রিং ভেরিয়েবল ও স্ট্রিংয়ের দৈর্ঘ্য রাখার জন্য stringLength নামের একটি ইন্টিজার ভেরিয়েবল  তৈরি করা হয়েছে । তারপরে বলা হয়েছে একটি স্ট্রিং ইনপুট দিতে । প্রোগ্রামটিতে "Bangladesh" ইনপুট হিসেবে দেয়া হয়েছে । তারপরে string ভেরিয়েবলটি  strlen() লাইব্রেরি ফাংশনে strlen(string) লিখে প্যারামিটার হিসেবে দেয়া হয় ।  এখন এই ফাংশন string এর দৈর্ঘ্য রিটার্ন করবে । "Bangladesh" স্ট্রিং ইনপুট দেয়ার পরে যখন নিচের  লাইনটি চলবে তখন stringLength ভেরিয়েবলের মান হবে 10 ।

[sourcecode language="c"]

stringLength = strlen(string);

[/sourcecode]

এবং শেষে স্ট্রিংটির দৈর্ঘ্য প্রিন্ট করা হয়েছে।

[sourcecode language="c"]

/*****************************
* Author: Md. Rana Mahmud *
* r4n4m4hmud.wordpress.com *
*****************************/

#include <stdio.h>
#include <string.h>// We have to include this for abs() library function

int main()
{

char string[100];
int stringLength;
//Asks for a string input
printf("Enter a string : \n");

scanf("%s",string); //Takes string input

stringLength = strlen(string);//We pass the string to strlen() function
//and store the return value of the function
printf("Length of %s is %d.\n",string,stringLength);
}

[/sourcecode]

[caption id="attachment_96" align="alignnone" width="658"]string স্টিংয়ের দৈর্ঘ্য প্রিন্ট করার প্রোগ্রাম ।[/caption]

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

সি লাইব্রেরী ফাংশন abs() এর টিউটোরিয়াল

সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে লাইব্রেরী ফাংশন ব্যবহার করে অনেক কাজ খুব সহজে করা যায় । সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের স্ট্যান্ডার্ড লাইব্রেরীর ফাংশনগুলো নিয়ে ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করব । অাজকের বিষয় abs() ফাংশন ।


abs() লাইব্রেরী ফাংশন ব্যবহার করে অামরা ইন্টিজার ডাটা টাইপ  অর্থাৎ পূর্ণসংখ্যার পরমমান বের করতে পারব । abs() লাইব্রেরী ফাংশন একটি ইন্টিজার টাইপের সংখ্যা ইনপুট নিয়ে তার পরমমান রিটার্ন করে । যেমন : অামরা যদি abs() ফাংশনে -3 সংখ্যাটি প্যারামিটার হিসেবে পাস করি  তাহলে তা 3 রিটার্ন করবে ।


abs() লাইব্রেরি ফাংশন ব্যবহার করার জন্য প্রথমে stdlib.h হেডার ফাইলটি প্রোগ্রামে যুক্ত করতে হবে । এই  জন্য #include <stdlib.h> লাইনটি প্রোগ্রামের উপরে লিখতে হবে ।  নিচের প্রোগ্রামটিতে  number ও result নামের দুইটি ইন্টিজার টাইপের  ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি  । এখন প্রোগ্রাম রান করার পরে একটি সংখ্যা ইনপুট দিতে বলবে । সেই সংখ্যাটি number ভেরিয়েবলে স্টোর করবে । number ভেরিয়েবলটি abs(number) লিখে ফাংশনে প্যারামিটার হিসেবে পাস করা হয়  । ফাংশনটি number এর পরমমান রিটার্ন করবে । তা অামরা result এ স্টোর করবে । শেষে result এর মান প্রিন্ট করবে ।




[sourcecode language="c"]

/*****************************
* Author: Md. Rana Mahmud *
* r4n4m4hmud.wordpress.com *
*****************************/

#include <stdio.h>
#include <stdlib.h>// We have to include this for abs() library function

int main()
{

int number;
int result;
//Asks for a number input
printf("Enter a integer number : \n");
//Takes the intger number input and stores in number variable
scanf("%d",&number);

result = abs(number);//We pass the number variable to abs()
//function and store the return value of the function
printf("Absolute value of %d is %d\n",number,result);
return 0;
}


[/sourcecode]

[caption id="attachment_51" align="aligncenter" width="681"]abs() ফাংশনের প্রোগ্রামটি -9 ইনপুট নিয়ে -9 এর পরমমান 9 প্রিন্ট করছে । abs() ফাংশনের প্রোগ্রামটি -9 ইনপুট নিয়ে -9 এর পরমমান 9 প্রিন্ট করেছে ।[/caption]

উদাহরণ স্বরূপ উপরের প্রোগ্রামটি চালানোর পরে  -9 ইনপুট দেয়া হয় । এই মানটি number ভেরিয়েবলে স্টোর হয় প্রথমে ।  তারপরে  abs() ফাংশনে abs(number) লিখে প্যারামিটার হিসেবে পাস হয় এবং   9 রিটার্ন করে । এই রিটার্ন করা মান তারপরে result ভেরিয়েবলে স্টোর করার পরে result এর মান  প্রিন্ট করে ।