পৃষ্ঠাসমূহ

উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উইন্ডোজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

কম্পিউটারে বাংলা শব্দের ভুল বানান সঠিক ভাবে লিখতে ব্যবহার করতে পারেন অভ্র স্পেল চেকার

কম্পিউটারে  বাংলা লেখার জন্য প্রায় সবাই অভ্র কি বোর্ড ব্যবহার করি । বাংলা লিখতে গিয়ে আমাদের অনেক সময় অনেক শব্দের বানান ভুল হয়ে থাকে । অনেক সময় এই শব্দের ভুল বানান  পাঠকের জন্য বিরক্তির কারণে পরিণত হয় । লেখা তার সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা হারায় । অভ্র কি বোর্ডের সাথে বাংলা শব্দের ভুল  বানান সঠিক করার জন্য স্পেল চেকার  আছে । যেটি ব্যবহার করে আপনি আপনার ভুল বানান সঠিক করতে পারবেন । আর যদি বাংলা বানানের জন্য অভ্র স্পেল চেকারের উপর নির্ভর না করতে চান তাহলে বাংলা একাডেমীর প্রমিত বাংলা বানানের নিয়ম পড়তে পারেন । কিভাবে অভ্র স্পেল চেকার ব্যবহার করে বাংলা ভুল বানান সঠিক করবেন তা নিয়ে আলোচনা করব । 
প্রথমে আপনাকে অভ্র কি বোর্ডের টপ বারের ৫ নং আইকনে ক্লিক করে নিচের মেনু থেকে অভ্র স্পেল চেকার চালু করুন । অথবা কি বোর্ডের Ctrl + F7 একসাথে চেপে চালু করতে পারেন । 
অভ্র টপ বার থেকে স্পেল চেকার চালু করা হচ্ছে ।
স্পেল চেকার চালু হলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন । এটিকে অভ্র প্যাডও বলা হয় ।
অভ্র প্যাড 
আপনি আপনার বাংলা লেখা যেখানে আছে সেখান থেকে কপি করে এই উইন্ডোটিতে পেস্ট করতে হবে । তারপর Spell check মেনু থেকে  Spell check now এ ক্লিক করুন  । সব শব্দের বানান চেক করে দেখাবে কোন কোন বানান ঠিক করতে হবে । যেসব শব্দের  বানান ঠিক করতে হবে তা ঠিক করার জন্য নিচের  উইন্ডোতে  লেখাটি পেস্ট করুন । তারপরে শব্দের বানান সঠিক করার কাজ করতে হবে ।
স্পেল চেক নাও মেনু থেকে স্পেল চেক নাও এ ক্লিক করা হচ্ছে ।
বাংলা বানান কিভাবে ঠিক করবেন তা দেখানোর জন্য উদাহরণ স্বরূপ আমি আমার কিছু শব্দের বানান ভুল করে দিব । তারপর তা কিভাবে ঠিক করব তা দেখাব । 
স্পেল চেকার
প্রথমে আমি স্পেল চেকার মেনু থেকে স্পেল চেক নাও সিলেক্ট করেছি । তারপর অভ্র স্পেল চেকার 1 নাম্বার এ ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে । এরই সাথে নতুন একটি উইন্ডো বামে চালু হয়েছে । উইন্ডোটিতে বিভিন্ন নাম্বার দেয়া 2-9 পর্যন্ত মেনু দেখা যাচ্ছে । 
  •  2 নং এ ভুল বানান দেখাবে । আমার লেখার মাঝে ভুল বানান "পরিনত" খুঁজে পেয়েছে তা দেখাচ্ছে ।
  • 3 নং এ ভুল বানানটির সঠিক বানান কি হতে পারে তার একটি তালিকা দেখা যাবে  । এখান থেকে যেটি সঠিক হওয়ার সম্ভাবনা আছে তা স্পেল চেকার সিলেক্ট করেছে । 
  • 8 নং এর Change Once বাটনে একবার ক্লিক করলে 1 নং জায়গা ভুল "পরিনত " সঠিক  বানান "পরিণত" হয়ে যাবে । আমি এখন Change Once এ ক্লিক করে বানানটি ঠিক করব । 9 নং এর Change All বাটনটি আপনার লেখায় যত জায়গা একই শব্দ একই ভাবে ভুল আছে সব জায়গায় একসাথে সঠিক করবে । একটি শব্দ সঠিক করার পরে অভ্র পরের ভুল শব্দটি সিলেক্ট করে আপনাকে দেখাবে ।
  • 4 নং এর Change to: এ আপনার যদি Select from suggestion(s): এর নিচে দেওয়া  লিস্টের কোন বানান সঠিক মনে না হয় তাহলে সেখানে আমি নিজের যে বানানটি সঠিক মনে হয় তা লিখব এবং 8 এর Change Once: এ ক্লিক করব ।
  • 5 নং এর Ignore Once  বাটনটি যখন কোন বানান আমি জানি সঠিক কিন্তু অভ্র স্পেল চেকার ভুল বলে ধরে নিয়েছে তখন ব্যবহার করব । ফলে অভ্র স্পেল চেকার সেই বানানটি সঠিক করতে আর সাজেশন দিবে না । 5 এর মত 6 এর Ignore All কাজ করে । 
  • আপনি যদি আপনার সঠিক করা বানানটি অভ্রের সঠিক বানানের লিস্টে সেভ করে রাখতে চান তাহলে 7 এর Add to dictionary ব্যবহার করতে পারেন ।
সবভুল শব্দের বানান সঠিক হয়ে গেলে নিচের মত একটি উইন্ডো আসবে যাতে বলা হবে যে শব্দের বানান চেক করা সম্পূর্ণ হয়েছে । তারপরে অভ্র প্যাড থেকে লেখাটি কপি করে নিবেন । ভুল শব্দের বানানের লেখা যেখানে আছে সেখানের লেখা এই লেখা দ্বারা প্রতিস্থাপিত করতে হবে । তা না হলে শব্দের বানান ভুল ঠিক করে কোন লাভ হবে না । আর অভ্র ইন্সটল করলে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে স্পেল চেকারের একটি অ্যাড অন ইন্সটল হবে । সেটি সরাসরি ওয়ার্ড থেকে ব্যবহার করতে পারেন ।
আমার মত আপনিও বাংলা শব্দের ভুল বানান সঠিক করতে অভ্র স্পেল চেকার ব্যবহার করতে পারেন ।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

মাইক্রোসফট এক্সেলের ফাইল খুলুন মাইক্রোসফট এক্সেল ছাড়া

মাইক্রোসফট এক্সেলের ফাইল খোলার জন্য আপনার কম্পিউটারে যদি এক্সেল না থাকে তাহলে ব্যবহার করতে পারেন এক্সেল ভিউয়ার(Excel Viewer) । এটি মাইক্রোসফটের তৈরি । মাইক্রোসফট এক্সেল ইন্সটল না থাকলেও খুলুন,দেখুন এবং আপনার এক্সেলের ফাইলগুলো প্রিন্ট করুন ।

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুলুন মাইক্রোসফট অফিস ছাড়া

আমরা সবসময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্ট ব্যবহার করি। বেশির ভাগ ডকুমেন্ট মাইক্রোসফট অফিসের নেটিভ ফরমেটে থাকে। কিন্তু ধরুন আপনার কাছে মাইক্রোসফট অফিস নেই তাহলে কি করবেন? আপনার মত যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস নেই

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

স্টার্ট মেনু ভুলে যান লঞ্চি(Launchy) এর সাহায্যে।


আমরা সাধারণত স্টার্ট মেনু থেকে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে যে সফটওয়্যারটি ব্যবহার করতে চাই তা খুজেঁ বের করা অনেক সময় ক্লান্তিকর মনে হতে পারি ।আপনি যদি এই কাজটাকে আরেকটু সহজে ও দ্রুত করতে চান ব্যবহার করুন লঞ্চি(Launchy)।
লঞ্চি
 লঞ্চি ইন্সটল করার পর এটি কম্পিউটার চালু হবার সময় চালু হবে। চালু থাকা অবস্থায় শর্টকাট কন্ট্রোল(Ctrl)+স্পেস(Space) চাপলে লঞ্চির মেনু দেখা যাবে। উপরে যে ঘরে

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

ফ্লাশরিকল(FlashRecall) কখনো আপনার ইউএসবি ড্রাইভটি ভুলে যাবেন না

Rainbow আপনি পাবলিক কম্পিউটার ল্যাপটপ অথবা অফিস পিসি যেটিতেই থাকুন কখনো আপনার ইউএসবি ফ্লাশ-ড্রাইভের কথা ভুলে যাবেননা। কম্পিউটার বন্ধ করে বেরিয়ে যাওয়ার সময়  কখনো ইউএসবি পেন-ড্রাইভ হারাতে না চাইলে ব্যবহার করতে পারেন ফ্লাশরিকল(FlashRecall)l
icon
ফ্লাশরিকল সিস্টেম ট্রেতে চালু থাকে। যখন আপনি কম্পিউটার বন্ধ করতে চেষ্টা করেন তখন এটি একটি শব্দ বাজাবে এবং একটি উইন্ডোতেএ দেখাবে  পেন-ড্রাইভটির কথা না ভুলতে।
ডাউন-লোড করার পর সেটআপের ফাইলটিতে ডাবল ক্লিক করে  ইন্সটল করুন।তারপর ফ্লাশরিকল

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

উইন্ডোজের জন্য ফেসবুকের তৈরি করা ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger)

Light bulbফেসবুক মেসেঞ্জার কি?
উইন্ডোজের  জন্য  মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি  না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
  • ফ্রেসবুকের বন্ধুদের সাথে চ্যাট এবং বার্তা বিনিময় করতে পারবেন।
  • আপনার বন্ধুদের আপডেট পাবেন।
  • দ্রুত নোটিফিকেশন পাবেন।
Facbook ChatStarএটি শুধুমাত্র উইন্ডোজ ৭ সাপোর্ট করে। Light bulbডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ইন্সটল করার জন্য ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ২ মিনিটেই ইন্সটল হয়ে যাবে। ইন্সটলের সাথে সাথে আপডেট হবে তাই ইন্সটল করার সময় ২ মিনিটের মত সময় ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
এবার লগিন করার জন্য টাস্কবারের নিচের ফেসবুক আইকনে রাইট ক্লিক করুন।

অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করুন মাত্র ১০০ কিলোবাইটেরও কম আকারের সফটওয়্যার পিউররা(PureRa) দিয়ে

2011-12-30_204922
উইন্ডোজ ব্যবহারকারীরা পিউররা(PureRa) দিয়ে আপনার অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিষ্কার করুন। পিউররা(PureRa) ওপেন-সোর্স এবং পোর্টেবল।
পিউররা(PureRa) তে ক্লিক করার পর নিচের মত উইন্ডো খুলবে।
PureRa System Cleaner
নেক্সট বাটনে ক্লিক করলে নিচের উইন্ডো থেকে আপনি যেসব অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিস্কার করতে চান তাতে টিক চিহ্ন দিন অথবা সবকিছুর জন্য চে

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে

উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন ইন্সটল করতে হবেনা পোর্টেবল।
pxtaskbartans
এই আইকনটিতে ক্লিক করলে নিচে

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

জি-মেইল ড্রাইভ শেল এক্সটেনশন

আপনার জি-মেইল অ্যাকাউন্টকে ব্যবহার করুন অনলাইনে ফাইল সংরক্ষণে।
জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্ট কেন্দ্র করে ভার্চুয়াল(যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যৌক্তিক ভাবে বিদ্যমান)  ফাইল-সিস্টেম তৈরি করে  জি-মেইলকে   স্টোরেজ মাধ্যম(যেমন: হার্ড ডিস্ক,পেন-ড্রাইভ প্রভৃতি) হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দেয়।

জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্টের উপর ভার্চুয়াল ফাইল-সিস্টেম তৈরি করে। উইন্ডোজ এক্সপ্লোরার  থেকে জি-মেইল অ্যাকাউন্টে সরাসরি ফাইল সঞ্চয় এবং  জি-মেইল ড্রাইভে সঞ্চিত ফাইল পাওয়ার ব্যবস্থা করে দেয়। আক্ষরিক ভাবে জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারের মাই কম্পিউটার ফোল্ডারের অধীনে নতুন ড্রাইভ যুক্ত করে। যেখানে আপনি নতুন ফোল্ডার তৈরি, ফাইল অনুলিপি(Copy) এবং ড্রাগ এবং ড্রপ(কম্পিউটারে ফাইল টেনে এনে ছেড়ে দিয়ে কাজ করা)  করতে পারবেন।

যখন থেকে গুগল ব্যবহারকারীদেরকে জি-মেইল ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা শুরু করল, ৮০০০ মেগাবাইট স্টোরেজ জায়গা সহ। আপনার অনেক জায়গা থাকলেও এই জায়গা পূর্ণ করার জন্য তেমন কিছু নেই। জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ফাইল জি-মেইল অ্যাকাউন্টে সঞ্চয় এবং ফেরত পেতে পারবেন।

জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি যখন তৈরি করেন, এটি একটি ই-মেইল তেরি করে আপনার ই-মেইল অ্যাকাউন্টে পাঠায়। ই-মেইল আপনার সাধারণ মেইল অ্যাকাউন্টের ইন-বক্সে থাকে এবং ফাইলটি ই-মেইল সংযুক্তি হিসেবে সংযুক্ত হয়। জি-মেইল ড্রাইভ সময়ানুয়ী আপনার মেইল অ্যাকাউন্ট পরিক্ষা করে( জি-মেইলের সার্চ ফাংশন ব্যবহার করে) নতুন ফাইল পৌঁছেছে কিনা দেখার জন্য  এবং ডিরেক্টরির গঠন পূনর্গঠন করে। কিন্তু জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারে সংযুক্ত অন্যান্য হার্ড ড্রাইভের মত কাজ করে।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ব্যবহার : ডাউন-লোড করে ইন্সটল করার পর ব্যবহার করার মাই কম্পিউটারে নিচের মত ড্রাইভ তৈরি হবে।
 এই ড্রাইভে ক্লিক করলে আপনার জি-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

লগ ইন করার পর জি-মেইল ড্রাইভ ফোল্ডারে ডাবল ক্লিক করুন।নিচের ফোল্ডার খুলবে।এই ফোল্ডারে ফাইল সংরক্ষণ বা ডিলিট বা কপি করলে তা আপনার অনলাইন ড্রাইভে হবে।
মনে রাখবেন যে জি-মেইল ড্রাইভ গুগল প্রদত্ত ফ্রি জি
-মেইল সেবার উপর নির্ভর করে, জি-মেইল সিস্টেমের পরিবর্তন এই টুলটির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।
উইন্ডোজের সকল ভার্সন সাপোর্ট করে।







রবিবার, ২০ নভেম্বর, ২০১১

উইন্ডোজের টাইটেলবারের জন্য এক্সট্রাবাটনস(extraButtons) বা অতিরিক্ত-বাটন যা আপনার কাজকে আরও আরামদায়ক করে তুলবে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইন্ডোজের টাইটেল-বারে সাধারণত মিনি-মাইজ,ম্যাক্সি-মাইজ এবং ক্লোজ বাটন থাকে। এক্সট্রাবাটনস(extraButtons) বা অতিরিক্ত-বাটন ব্যবহার করে আপনি  আরও কিছু বাটন যোগ করতে পারবেন।


এক্সট্রাবাটনস(extraButtons) ফ্রিওয়্যার সফটওয়্যার যা  সব  উইন্ডোজের ক্যাপশনে অতিরিক্ত কিছু বাটন যোগ করে।

এক্সট্রাবাটনস(extraButtons) ডেস্কটপ এবং উইন্ডোজসমূহ সাজিয়ে রাখতে ১০ ধরণের বাটন প্রদান করে।

বৈশিষ্ট্যসমূহ:


এক্সট্রাবাটনস(extraButtons) ব্যবহার করা খুবই সহজ।

এক্সট্রাবাটনস(extraButtons) ব্যবহার করতে বিশেষ দক্ষতার প্রয়োজন নেই।

এক্সট্রাবাটনস(extraButtons) সিস্টেমের সাথে সম্পূর্ণরূপে গঠিত।

বাটনসমূহ যেকোনো সময় পরিবর্তন করা যায়।
এক্সট্রাবাটনস(extraButtons) এ নিম্নলিখিত বাটনসমূহ বিদ্যমান:
(1)Always on top(সর্বদা উপরে)-উইন্ডোকে অন্য উইন্ডোসমূহের উপরে স্থাপন করে,যার কারণে উইন্ডোটি সর্বদা অন্য উইন্ডোর উপরে থাকবে। 
(2)Send to back(পেছনে পাঠাও)-উইন্ডোটিকে অন্য উইন্ডোর পেছনে স্থাপন করে।
(3)Copy window(উইন্ডোর প্রতিলিপি)-নতুন উইন্ডোতে এপ্লিকেশনের প্রতিলিপি চালু করে।
(4)Roll-up(পাকানো)/unroll(পাকখোলা)-উইন্ডোটিকে এর ক্যাপশনে মিনি-মাইজ করে।যাতে আপনি শুধু উইন্ডোর টাইটেলসহ ক্যাপশন বার দেখতে পারেন।
(5)Minimize to box(বক্সে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে ডেস্কটপের নির্দিষ্ট স্থানে আইকন সাজিয়ে রাখে।
(6)Percentage transparency(আনুপাতিক স্বচ্ছতা)-পপ-আপ স্বচ্ছতা মেনু অনুযায়ী স্বচ্ছ করে।
(7)Transparency(স্বচ্ছতা)-উইন্ডোকে নিয়ন্ত্রণযোগ্য-ভাবে স্বচ্ছ করে।
(8)Minimize to tray(ট্টেতে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে সিস্টেম ট্রেতে আইকন স্থাপন করে।
(9)Minimize to tray menu(ট্রে মেনুতে মিনি-মাইজ)-উইন্ডোকে মিনি-মাইজ করে সিস্টেম ট্রের মেনুতে আইকন স্থাপন করে।
(10)Move to Another Monitor(অন্য মেনুতে সরাও)-একাধিক মনিটর থাকলে অন্য মনিটরে সরায়।
 Application Blacklist(এপ্লিক্যাশন ব্ল্যাক-লিস্টের মাধ্যমে কোন এপ্লিক্যাশনকে এক্সট্রাবাটনস(extraButtons) থেকে আলাদা করে রাখা যায়।

    হটকি নির্দিষ্ট করা যায়।
    প্রদর্শিত সফটওয়্যারের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে। 
    ডাউনলোড(সম্পূর্ণ ভার্সন) 
    অনুসারে

    শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

    ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে রাঙিয়ে দিন ফোল্ডার আইকন


    আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজ এক্স-পি,ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে। ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।

    ফোল্ডার হাইলাইট(FolderHighlight) এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন।যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আই

    শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

    উইনসিডিএমু(WinCdEmu)-আইসো(ISO) ইমেজ মাউন্ট করার সবচেয়ে সহজ পথ। এবং আরও…..

    উইনসিডিএমু(WinCdEmu) ওপেন-সোর্স সিডি,ডিভিডি,ব্লুরে এমুলেটর যার সাহায্যে এক ক্লিকেই আপনি অপটিক্যাল ডিস্ক ইমেজ মাউন্ট এবং তৈরি  করতে পারবেন। ডাউন-লোড করা আইসো ইমেজ  খালি ডিস্কে  বার্ন(তথ্য সিডি,ডিভিডিতে সংরক্ষণ করা) না করে ব্যবহার করতে এটিই সহজ উপায়।

    সুবিধাসমূহ:
    • এক ক্লিকেই