পৃষ্ঠাসমূহ

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

ফ্লাশরিকল(FlashRecall) কখনো আপনার ইউএসবি ড্রাইভটি ভুলে যাবেন না

Rainbow আপনি পাবলিক কম্পিউটার ল্যাপটপ অথবা অফিস পিসি যেটিতেই থাকুন কখনো আপনার ইউএসবি ফ্লাশ-ড্রাইভের কথা ভুলে যাবেননা। কম্পিউটার বন্ধ করে বেরিয়ে যাওয়ার সময়  কখনো ইউএসবি পেন-ড্রাইভ হারাতে না চাইলে ব্যবহার করতে পারেন ফ্লাশরিকল(FlashRecall)l
icon
ফ্লাশরিকল সিস্টেম ট্রেতে চালু থাকে। যখন আপনি কম্পিউটার বন্ধ করতে চেষ্টা করেন তখন এটি একটি শব্দ বাজাবে এবং একটি উইন্ডোতেএ দেখাবে  পেন-ড্রাইভটির কথা না ভুলতে।
ডাউন-লোড করার পর সেটআপের ফাইলটিতে ডাবল ক্লিক করে  ইন্সটল করুন।তারপর ফ্লাশরিকল
চালু করুন।এখন আপনি আপনার কম্পিউটারের সাথে কোন ফ্লাশ-ড্রাইভ যুক্ত করলে কম্পিউটারে তা যুক্ত থাকা অবস্থায় কম্পিউটার বন্ধ বা লগ অফ করার সময় একটি শব্দ ও নিচের উইন্ডোটি খুলবে।
flashrecall9
পোর্টেবল হিসেবে ব্যবহার করতে চাইলে আপনার পেনড্রাইভ ইন্সটল করতে হবে। এ জন্য ইন্সটল করার সময় ইন্সটল করার জন্য চেঞ্জ মেনু থেকে পেনড্রাইভটি সিলেক্ট করুন।FlashRecall
FlashRecallChange
iconটাস্কবারের এই আইকনটিতে ক্লিক করলে নিচের উইন্ডোতে কম্পিউটারে যুক্ত ফ্লাশ-ড্রাইভটি দেখতে পাবেন।
flashrecall7 
আপনি উইন্ডোজ এক্স-পি থেকে শুরু করে উইন্ডোজ ৭ পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা ছাড়া চালাতে পারবেন।
Light bulbফ্লাশরিকল(FlashRecall) শুধুমাত্র কম্পিউটারে যুক্ত  একটি পেন-ড্রাইভ বা পোর্টেবল হার্ডডিস্কের সাথে কাজ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন