আপনি পাবলিক কম্পিউটার ল্যাপটপ অথবা অফিস পিসি যেটিতেই থাকুন কখনো আপনার ইউএসবি ফ্লাশ-ড্রাইভের কথা ভুলে যাবেননা। কম্পিউটার বন্ধ করে বেরিয়ে যাওয়ার সময় কখনো ইউএসবি পেন-ড্রাইভ হারাতে না চাইলে ব্যবহার করতে পারেন ফ্লাশরিকল(FlashRecall)l
ফ্লাশরিকল সিস্টেম ট্রেতে চালু থাকে। যখন আপনি কম্পিউটার বন্ধ করতে চেষ্টা করেন তখন এটি একটি শব্দ বাজাবে এবং একটি উইন্ডোতেএ দেখাবে পেন-ড্রাইভটির কথা না ভুলতে।
ডাউন-লোড করার পর সেটআপের ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।তারপর ফ্লাশরিকল
চালু করুন।এখন আপনি আপনার কম্পিউটারের সাথে কোন ফ্লাশ-ড্রাইভ যুক্ত করলে কম্পিউটারে তা যুক্ত থাকা অবস্থায় কম্পিউটার বন্ধ বা লগ অফ করার সময় একটি শব্দ ও নিচের উইন্ডোটি খুলবে।
পোর্টেবল হিসেবে ব্যবহার করতে চাইলে আপনার পেনড্রাইভ ইন্সটল করতে হবে। এ জন্য ইন্সটল করার সময় ইন্সটল করার জন্য চেঞ্জ মেনু থেকে পেনড্রাইভটি সিলেক্ট করুন।
আপনি উইন্ডোজ এক্স-পি থেকে শুরু করে উইন্ডোজ ৭ পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা ছাড়া চালাতে পারবেন।
ফ্লাশরিকল(FlashRecall) শুধুমাত্র কম্পিউটারে যুক্ত একটি পেন-ড্রাইভ বা পোর্টেবল হার্ডডিস্কের সাথে কাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন