পৃষ্ঠাসমূহ

কম্পিউটার ভাইরাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটার ভাইরাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

কম্পিউটার ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাস

কম্পিউটার ভাইরাস সবসময় গুরুত্বপূর্ণ ভয় ছিল না। প্রথম  সময়ের ভাইরাসগুলো সাধারণ প্রোগ্রাম ছাড়া কিছু ছিল না । ১৯৭০ এর দশকের দিকে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় এবং  কম্পিউটারের টার্মিনালে বার্তা প্রদর্শন ছাড়া বেশি কিছু করত না।

১৯৮০’র দশক ও তার মাঝামাঝি  পর্যন্ত গুরুতর নিরাপত্তা ভয় হিসেবে   ভাইরাস তেমন নজরে আসেনি। এই সময়ে ব্রেইন ভাইরাস(Brain Virus) এর মত প্রথম কম্পিউটার ভাইরাস দেখা যায়। এই ভাইরাসটি এম-এস ডস(MS-DOS) কম্পিউটারের বুট সেক্টরকে সংক্রমিত করতে সক্ষম,ধীর গতিসম্পন্ন করে দিত অথবা ব্যবহারের অনুপযোগী করে দিত।
ভাইরাসের প্রতি মিডিয়ার নজর ৯০’র দশকে