পৃষ্ঠাসমূহ

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

লিনাক্সে ফাইল ও ফোল্ডার লুকানোর(Hide) উপায়

উবুন্টু,উবুন্টু মিন্ট বা আপনি লিনাক্সের যে ডিস্ট্রো ব্যবহার করুন না কেন । ফাইল এবং ফোল্ডার হাইড করতে আপনি নিচের উপায় অনুসরণ করতে পারেন।
hidingfilesinubuntu
  • ফাইল বা ফোল্ডারটির নামের আগে একটি ‘.’ (একটি ডট) দিয়ে নাম পরিবর্তন করুন। যদি আপনি ডাউন-লোড ফোল্ডারটি(download) হাইড করতে নাম পরিবর্তন করে  .ডাউন-লোড(.download) করুন। ডট দিয়ে শুরু ফাইল লিনাক্সে লুকিয়ে রাখা হয়।
  • আরেকটি উপায় হল  ফোল্ডার বা ফাইল লুকানোর জন্য তার নামের শেষে ‍‘~’  যুক্ত করে নামকরণ করলে ফাইলটি লুকানো হবে।

লুকানো বা হাইড করা ফাইল বা ফোল্ডার দেখার জন্য CTR+H চাপুন।নটিলাস ফাইল ম্যানেজারে ভিউ-> আড়াল করা ফাইল প্রদর্শন কর(View->Show  Hidden Files)।
গুরুত্বপূর্ণ ফাইল লুকানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন