আমরা সাধারণত স্টার্ট মেনু থেকে বিভিন্ন
সফটওয়্যার ব্যবহার করে থাকি। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে যে সফটওয়্যারটি ব্যবহার
করতে চাই তা খুজেঁ বের করা অনেক সময় ক্লান্তিকর মনে হতে পারি ।আপনি যদি এই কাজটাকে
আরেকটু সহজে ও দ্রুত করতে চান ব্যবহার করুন লঞ্চি(Launchy)।
লঞ্চি |
লঞ্চি ইন্সটল করার পর এটি কম্পিউটার চালু হবার সময় চালু হবে। চালু থাকা অবস্থায় শর্টকাট কন্ট্রোল(Ctrl)+স্পেস(Space) চাপলে লঞ্চির মেনু দেখা যাবে। উপরে যে ঘরে
word লেখা হয়েছে সেখানে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা যে সফটওয়্যারটি ব্যবহার করতে চান তার নাম বা নামের অংশ লিখুন। এটি আপনার সামনে উপরের মত সফটওয়্যারটির আইকন দেখাবে। এবার এন্টার বাটনে চাপ দিন। আপনার যে সফটওয়্যারটি স্টার্ট মেনু থেকে বের করতে হত তা দ্রুত ও সহজেই বের করতে পারবেন। লঞ্চি চালু হবার শর্টকাট এর সেটিং থেকে বদলানো যায়। আর এর মেনু সামনে আনার পর কোন সফটওয়্যার না খুজঁতে চাইলে এস্ক(Esc) বাটনে চাপ দিন।
word লেখা হয়েছে সেখানে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা যে সফটওয়্যারটি ব্যবহার করতে চান তার নাম বা নামের অংশ লিখুন। এটি আপনার সামনে উপরের মত সফটওয়্যারটির আইকন দেখাবে। এবার এন্টার বাটনে চাপ দিন। আপনার যে সফটওয়্যারটি স্টার্ট মেনু থেকে বের করতে হত তা দ্রুত ও সহজেই বের করতে পারবেন। লঞ্চি চালু হবার শর্টকাট এর সেটিং থেকে বদলানো যায়। আর এর মেনু সামনে আনার পর কোন সফটওয়্যার না খুজঁতে চাইলে এস্ক(Esc) বাটনে চাপ দিন।
বৈশিষ্ট্য:
- ওপেনসোর্স।
- ক্রস প্লাটফর্ম।
- স্কিন ও প্লাগিনের মাধ্যমে আরো ব্যবহার বান্ধব করতে পারবেন।
উইন্ডোজ এক্সপি,ভিস্তা,সেভেন,ম্যাক এবং লিনাক্সে(উবুন্টু) চলে।
ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।সরাসরি লঞ্চির ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নিন। বেশি বড় সাইজের না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন