পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খুলুন মাইক্রোসফট অফিস ছাড়া

আমরা সবসময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ডকুমেন্ট ব্যবহার করি। বেশির ভাগ ডকুমেন্ট মাইক্রোসফট অফিসের নেটিভ ফরমেটে থাকে। কিন্তু ধরুন আপনার কাছে মাইক্রোসফট অফিস নেই তাহলে কি করবেন? আপনার মত যাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস নেই
কিন্তু ওয়ার্ড ফাইল খোলার জন্য একটি সহজ সমাধান হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড ভিউয়ার। এটি মাইক্রোসফটের নিজের তৈরি করা।তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল। এই লিঙ্ক থেকে ডাউন-লোড করে নিন। 
ওয়ার্ড ভিউয়ারে একটি ফাইল
মাইক্রোসফট ওয়ার্ড ভিউয়ার

মাইক্রোসফট ওয়ার্ড ভিউয়ার ইন্সটল করার পরে, আপনি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার ছাড়াই  ডক(doc)
ফাইল দেখতে পারেন। doc, RFT, TXT, এইচটিএমএল, এক্সএমএল, WPD এবং WPS ফাইল সমর্থন করে। এই টুলটি  ম্যাক্রো চালাতে পারেনা ফলে  আপনার উইন্ডোজ কম্পিউটারে ফাইল খোলার সাথে ম্যাক্রো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না।

Windows 7 যে সব অপারেটিং সিস্টেম সাপোর্ট করেঃ
  • উইন্ডোজ ২০০০ সার্ভিস প্যাক ৪
  • উইন্ডোজ সার্ভার ২০০৩ সার্ভিস প্যাক ১
  • উইন্ডোজ ভিস্তা
  • উইন্ডোজ এক্স পি সার্ভিস প্যাক ২
  • উইন্ডোজ ৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন