যখন হার্ডডিস্ক ভালো থাকে তখন আমরা আমাদের হারিয়ে যাওয়া ডাটা রিকভার করতে পারি। তার পূর্বে আমরা যখন হার্ডডিস্ক থেকে কোন কিছু মুছে ফেলি তখন কি কি ঘটে জেনে নেই।
যখন আমরা কোন কিছু হার্ডডিস্ক থেকে মুছে ফেলি তখন সেই ফাইল বাস্তবে মুছে যায়না। শুধুমাত্র তার এন্ট্রি মুছে ফেলা হয়। এই কারণে ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে ডাটা রিকভার করা যায়। কিন্তু যে ডাটার এন্ট্রি মুছে ফেলা হয় সেই জায়গা একসময় নতুন ডাটা দিয়ে পরিবর্তন করা হয়। তখন আর ডাটা রিকভারি সফটওয়্যারও মুছে ফেলা ফাইল উদ্ধার করতে ব্যর্থ হয়। ১৯৯৬ সালে পিটরা গাটম্যান নামে কম্পিউটার বিজ্ঞানী তথ্য উপস্থাপন করেন ওভাররিটেন ডাটা রিকভার করা যাবে কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে তা নিয়ে বিতর্ক আছে বাস্তবে এর কোন প্রমাণ নেই।
যখন আমরা কোন কিছু হার্ডডিস্ক থেকে মুছে ফেলি তখন সেই ফাইল বাস্তবে মুছে যায়না। শুধুমাত্র তার এন্ট্রি মুছে ফেলা হয়। এই কারণে ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে ডাটা রিকভার করা যায়। কিন্তু যে ডাটার এন্ট্রি মুছে ফেলা হয় সেই জায়গা একসময় নতুন ডাটা দিয়ে পরিবর্তন করা হয়। তখন আর ডাটা রিকভারি সফটওয়্যারও মুছে ফেলা ফাইল উদ্ধার করতে ব্যর্থ হয়। ১৯৯৬ সালে পিটরা গাটম্যান নামে কম্পিউটার বিজ্ঞানী তথ্য উপস্থাপন করেন ওভাররিটেন ডাটা রিকভার করা যাবে কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে তা নিয়ে বিতর্ক আছে বাস্তবে এর কোন প্রমাণ নেই।
হার্ডডিস্কের নষ্ট ফাইল সিস্টেম
কিছু ক্ষেত্রে হার্ডডিস্কের ফাইল সিস্টেম নষ্ট হলে ফাইল পড়া যায়না। যেমন মনে করুন আপনার হার্ড ডিস্কের ডি ড্রাইভ টি এনটিফস(NTFS) এ আছে। হঠাৎ আপনি ডি ড্রাইভটিতে প্রবেশ করতে গেলেন কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম মেসেজ দিল ড্রাইভ ফরম্যাট দিতে হবে। ড্রাইভ ফরম্যাট দিয়ে পার্টিশনটিতে প্রবেশ করতে পারলেন কিন্তু আগের ডাটা গুলো আর নেই। এই রকম ঘটনা ফাইল সিস্টেম নষ্ট হলে ঘটে। বেশির ভাগ সময় ডাটার কিছু অংশ বিশেষ ডাটা রিকভারি সফটওয়্যারের মাধ্যমে ফাইল সিস্টেম রিকভার করে উদ্ধার করা যায়। কোন যন্ত্রপাতির প্রয়োজন না হওয়ায় এই ধরণের ডাটা রিকভারি যে কোন সাধারণ ব্যবহারকারী করতে পারে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ ঘটনায় বিশেষজ্ঞের দরকার হতে পারে।
ভাল
উত্তরমুছুন