ফেসবুক মেসেঞ্জার কি?
উইন্ডোজের জন্য মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
উইন্ডোজের জন্য মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
- ফ্রেসবুকের বন্ধুদের সাথে চ্যাট এবং বার্তা বিনিময় করতে পারবেন।
- আপনার বন্ধুদের আপডেট পাবেন।
- দ্রুত নোটিফিকেশন পাবেন।
এবার লগিন করার জন্য টাস্কবারের নিচের ফেসবুক আইকনে রাইট ক্লিক করুন।
ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger) আপনাকে আপনার ওয়েব ব্রাউজার ব্যবহার করে লগিন করাবে।। যেহেতু আপনি ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger) ব্যবহার করার সময় ব্রাউজারে থাকবেন না সে জন্য লগিনের জন্য আপমাকে লগিন করে রাখ টিক চিহ্ন দিতে ভুলবেন না। লগ আউট করার জন্য সিস্টেম ট্রের ফেসবুকের আইকনে রাইট ক্লিক করে লগ আউট(Log Out) নির্বাচন করুন। এতে ভিডিও চ্যাট সুবিধা নেই। ফেসবুকে শেয়ার এবং মন্তব্য প্রদান করবেন। ফেসবুক অনুসারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন