পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১১

উইনসিডিএমু(WinCdEmu)-আইসো(ISO) ইমেজ মাউন্ট করার সবচেয়ে সহজ পথ। এবং আরও…..

উইনসিডিএমু(WinCdEmu) ওপেন-সোর্স সিডি,ডিভিডি,ব্লুরে এমুলেটর যার সাহায্যে এক ক্লিকেই আপনি অপটিক্যাল ডিস্ক ইমেজ মাউন্ট এবং তৈরি  করতে পারবেন। ডাউন-লোড করা আইসো ইমেজ  খালি ডিস্কে  বার্ন(তথ্য সিডি,ডিভিডিতে সংরক্ষণ করা) না করে ব্যবহার করতে এটিই সহজ উপায়।

সুবিধাসমূহ:
  • এক ক্লিকেই
    আইসো(ISO),সিইউঈ(CUE),এনআরজি(NRG),এমডিএস(MDS)/এমডিএফ(MDF),সিসিডি(CCD),আইএমজি(IMG) ইমেজ মাউন্ট(ভার্চুয়াল ড্রাইভে সংযুক্ত করা) করা।
  • অসীম সংখ্যক ভার্চুয়াল ড্রাইভ সাপোর্ট করে।
  • এক্স-পি থেকে উইন্ডোজ ৭ পর্যন্ত ৩২-বিট এবং ৬৪-বিট উইন্ডোজ সাপোর্ট করে।
  • এক্সপ্লোরারের কন-টেক্সট মেনুর সাহায্যে আইসো ইমেজ তৈরি করা যায়।
  • ১ মেগাবাইটের ছোট ইন্সটলার।
  • ইন্সটলের পর রিবুটের প্রয়োজন হয়না।
  • বিশেষ পোর্টেবল ভার্সন আছে।
  • ২০ টির বেশি ভাষায় অনুবাদ আছে এবং বাংলা ভাষায় অনুবাদের কাজ চলছে।
  • ব্যবহার না করলে ড্রাইভ লেটার দখল করে না।
  • ডাটা,ডিভিডি,ভিডিও,ব্লুরে-ভিডিও, সাপো‌র্ট করে।
  • উইনসিডিএমু(WinCdEmu) যেকোনো কাজে ব্যবহারের জন্য ফ্রি-এলজিপিএল লাইসেন্স করা।
  • এর সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমের আইসো ইমেজ বার্ন করা যায়।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পোর্টেবল ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
http://wincdemu.sysprogs.org/  অনুসারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন