পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

নিজে নিজে বন্ধ হবে কম্পিউটার


অটো শাট-ডাউন আপনার কম্পিউটারকে  নির্দিষ্ট সময়সূচী বা রুটিন অনুযায়ী বন্ধ করতে এবং বিভিন্ন বন্ধ করার অপশন যেমনঃ বন্ধ করা,
রিস্টার্ট, লগ অফ, স্ট্যান্ড বাই এবং হাইবারনেট এর জন্য শর্টকার্ট নির্ধারণ করতে সাহায্য করে।
অটো শাটডাউনে বিভিন্ন ধরণের সময় নির্ধারণ করা যায়। আপনি আপনার কম্পিউটার বন্ধ হওয়ার জন্য  নির্দিষ্ট সময় ও তারিখ ,  নির্দিষ্ট সপ্তাহের নির্দিষ্ট দিন, বর্তমান হতে নির্দিষ্ট  সময়সীমা পরে অথবা সিস্টেম রিবুটের পরে নির্দিষ্ট সময়  নির্ধারণ করতে পারবেন।
বৈশিষ্ট্যসমূহঃ
  • অটো শাট-ডাউন ওপেন-সোর্স এবং কোন প্রকার অ্যাডওয়্যার অথবা স্পাইওয়্যার ইন্সটল করেনা।
  • অটো শাট-ডাউন  দ্বারা বিভিন্ন ধরণের সময়সূচী নির্ধারণ করা যায়।
  • বিভিন্নভাবে কম্পিউটার বন্ধ করার জন্য কী-বোর্ড শর্টকাট নির্দিষ্ট করা যায়।
  • সব ধরণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করে(৯৮ থেকে উইন্ডোজ ৭ পর্যন্ত)।
বিবেচ্যঃ
কম্পিউটার বন্ধ করার জন্য উইন্ডোজ ২০০০, এক্স-পি,ভিস্তা এবং ৭ এ সঠিক প্রশাসনিক অনুমতি( administrative permission) প্রয়োজন।
ডাউন লোড করতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন