পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

প্রধান চার ধরণের ওয়েব হোস্টিং প্ল্যান

  আজকে আপনাদের সাথে প্রধান চার ধরণের ওয়েব হোস্টিং প্ল্যান নিয়ে আলোচনা করা হবে ।
শেয়ারড হোস্টিং

শেয়ারড হোস্টিং

 বিভিন্ন কাস্টমার এর একাধিক ওয়েবসাইট একই ওয়েব সার্ভারে রাখা হয় । সার্ভার ম্যানেজম্যান্ট ও মেইন্টেনেন্স হোস্টিং প্রোভাইডার করে । কাস্টমার এর সার্ভারের সিস্টেম  অ্যাডমিনিস্ট্র্যাশন টুলের  অ্যাক্সেস সীমিত থাকে এবং  সার্ভারে কি ইন্সটল করা যাবে
তার ব্যাপারে তা অনেকটাই হোস্টিং প্রোভাইডারের উপর নির্ভর করে । মাসে খুব অল্প কিছু টাকা খরচ করতে চাইলে শেয়ারড হোস্টিং উপযুক্ত উপায়।
শেয়ারড হোস্টিং প্রোভাইডার:

ভিপিএস(ভার্চুয়াল প্রাইভেট সার্ভার)

 

 ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের মাধ্যমে একটি শক্তিশালী সার্ভারের রিসোর্স (যেমন : হার্ডডিস্ক স্পেস,র্যাম,প্রসেস কোর প্রভৃতি) অল্প কিছু কাস্টমার এর  মাঝে ভাগ করে দেওয়া হয় । প্রত্যেক কাস্টমার একটি  ভার্চুয়াল মেশিন চালিত নিজের একটি ভার্চুয়াল সার্ভার দেয়া হয় । যা সার্ভারের রিসোর্সের একটি আনুপাতিক অংশ ব্যবহার করে । শেয়ারড হোস্টিংয়ের চাইতে এটি বেশি দামি । কিন্তু এতে আপনি শেয়ারড হোস্টিংয়ের চাইতে ভালো পারফরম্যান্স পাবেন । দুইভাবে ভিপিএস পাওয়া যায় । আনম্যানেজড সার্ভিসে আপনাকে সার্ভার ইন্সটল ও মেইনটেনেন্স করতে হবে । আর ম্যানেজড সার্ভিসে হোস্টিং প্রোভাইডার সিস্টেম অ্যাডমিনিস্ট্র্যাশন হ্যান্ডল করবে । ভিপিএস প্রোভাইডার:

ডেডিকেটেড সার্ভার

ডেডিক্যাটেড হোস্টিং

একটি সম্পূর্ণ সার্ভার আপনাকে দিয়ে দেওয়া হবে । ভিপিএসের মত এই সার্ভার ম্যানেজড ও আনম্যানেজড দুই ভাবে নেয়া যায় যা  সার্ভার প্রোভাইডারের উপর নির্ভর করে । ডেডিক্যাটেড হোস্টিং প্রোভাইডার:

ক্লাউড কম্পিউটিং

ক্লাউড কম্পিউটিং

 

এক্ষেত্রে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুর বিল দেবেন । আপনার যত র্যাম,ব্যান্ডউইথ, প্রসেসর পাওয়ার , ডিস্ক স্পেস প্রয়োজন তত নিতে পারবেন । যেমন আপনি তিনটি মেশিন ভাড়া করতে পারেন  (প্রত্যেকটি মেশিন একটি ডেডিকেটেড সার্ভারের সমান ) একঘণ্টার জন্য । একঘণ্টা পরে যখন ভিজিটরের সংখ্যা কমে গেল তখন একটি মেশিনে চলে আসলেন  । সহজে আপনার প্রয়োজনমত যে কোন সময় আপনার প্রয়োজনমত কম্পিউটিং রিসোর্স পরিবর্তন করাই ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সুবিধা । ডাটা সেন্টার ভাড়া না করেও আপনি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে ডাটা সেন্টারের সুবিধা পেতে পারেন । আপনি যেমন কম্পিউটিং পাওয়ার দরকার তেমন দাম দিবেন । 
ক্লাউড কম্পিউটিং প্রোভাইডার:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন