পৃষ্ঠাসমূহ

বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

উইন্ডোজের জন্য (iOS) আইফোনের অপারেটিং সিস্টেম সিমুলেটর:আইপ্যাডিয়ান(iPadian)

আই-ফোনের অ্যাপ চালান উইন্ডোজে । আপনি যদি আই-ফোন অপারেটিং সিস্টেমের  অ্যাপ্লিকেশন উইন্ডোজে  চালাতে চান ব্যবহার করতে পারেন আইপ্যাডিয়ান(iPadian) ।
ডাউনলোড
আইপ্যাডিয়ান উইন্ডোজের জন্য একটি ফ্রি আইপ্যাড সিমুলেটর । কম্পিউটারে চালানোর জন্য ইন্সটলারটি ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করুন । তারপর iPadian.exe ফাইলটি চালান । ইনস্টল করার পরে চালু করলে  আইপ্যাড হোমস্ক্রিনের মত একটি ডেস্কটপ চালু হবে ।
iPadian

স্ক্রিনের নিচের
দিকে একটি ডকবার আছে এবং উপরের ডানদিকে পাওয়ার বাটন ।

এটি ব্যবহার করে অ্যাপস্টোর থেকে অ্যাপ ইন্সটল করা যাবেনা । কিন্তু আইপ্যাডিয়ানের কাস্টম অ্যাপস্টোরথেকে জনপ্রিয় অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন ।

চালানোর জন্য সিস্টেম রিকোয়ারমন্যান্ট:


  •     উইন্ডোজ এক্সপি এবং তার পরের ভার্সনগুলো(ভিস্তা,৭,৮,৮.১)।
  •     ডাউনলোডের সাইজ ৩৫এমবি ।
  •     ৫১২ মেগাবাইট র্যাম ।
  •     এডোব এয়ার ইন্সটল থাকতে হবে । এডোবি এয়ার ডাউনলোড

আইপ্যাডিয়ান(iPadian) এ টাচ সাপোর্ট নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন