জানুয়ারির ১৪ তারিখ উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের জন্য গুগল ক্রোম ব্রাউজার ভার্সন ৩২ রিলিজ হয়েছে।
নতুন ফিচারের মধ্যে প্রথমটি হল ট্যাব নয়েজ ইন্ডিক্যাটর । এর মাধ্যমে একাধিক ট্যাব খোলা থাকলে কোন ট্যাবে সাউন্ড বাজছে তা ট্যাবটি নির্দেশ করবে । মনে করুন আপনি একাধিক ট্যাব খোলে ওয়েব ব্রাউজিং করছেন । কোন একটি ট্যাবে ভিডিও বা গান
বাজাচ্ছেন । এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার পরে যে ট্যাবে গান বাজছে তা খুঁজে পেতে প্রতিটি ট্যাব দেখতে হত । কিন্তু এখন আর প্রতিটি ট্যবে দেখতে হবে না । ট্যাবের ইন্ডিক্যাটর আইকনের মাধ্যমে সহজেই খুঁজে পেতে পারবেন । কোন ট্যাব ওয়েবক্যাম ব্যবহার করছে তাও ক্রোম ইন্ডিক্যাট করবে ।
বাজাচ্ছেন । এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার পরে যে ট্যাবে গান বাজছে তা খুঁজে পেতে প্রতিটি ট্যাব দেখতে হত । কিন্তু এখন আর প্রতিটি ট্যবে দেখতে হবে না । ট্যাবের ইন্ডিক্যাটর আইকনের মাধ্যমে সহজেই খুঁজে পেতে পারবেন । কোন ট্যাব ওয়েবক্যাম ব্যবহার করছে তাও ক্রোম ইন্ডিক্যাট করবে ।
ট্যাব নয়েজ ইন্ডিক্যাটর |
পরবর্তী ফিচারটি শুধু উইন্ডোজ এইটে যারা মেট্রো মোডে ক্রোম ব্রাউজার ব্যবহার করে তাদের জন্য । উইন্ডোজ এইটের ভিতর এককথায় এটি ক্রোম অপারেটিং সিস্টেম। যাতে আপনি একাধিক ক্রোম উইন্ডো ম্যানেজ করতে এবং একটি একীভূত অ্যাপ লঞ্চার থেকে ক্রোম অ্যাপ চালু করতে পারবেন ।
নতুন ভার্সনে যে ফিচার গুলো যুক্ত করা হয়েছে তার একটি তালিকা :
- ট্যাব নয়েজ ইন্ডিক্যাটর ।
- উইন্ডোজ ৮ মেট্রো মোডের জন্য নতুন লুক ।
- অটোমেটিক ভাবে ম্যালওয়ার ডাউনলোড ব্লক যুক্ত করা হয়েছে ।
- সাউন্ড, ওয়েবক্যাম এবং কাস্টিংয়ের জন্য ট্যাব ইন্ডিক্যাটর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন