পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

ওপেনসুস ফোরাম হ্যাকড, ই-মেইল অ্যাড্রেস প্রকাশ


ওপেনসুস ফোরাম হ্যাক হয়েছে । হ্যাক করা সাইটের মিরর: http://zone-h.org/mirror/id/21473823 H4x0r HuSsy নামের একজন পাকিস্তানি হ্যাকার ভি-বুলেটিন ৪.২.১ এর ত্রুটি কাজে লাগিয়ে ওপেনসুসের ভি-বুলেটিন ব্যবহার করা ফোরাম হ্যাক করেছে । ওপেনসুস
টিম বলেছে ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি যায়নি । আমরা যেহেতু সিঙ্গেল সাইন অন(অ্যাক্সেস ম্যানেজার নেটআইকিউ(NetIQ)হতে ) ব্যবহার করি  ওপেনসুসের লগিন পাসওয়ার্ড আমাদের অ্যাপ্লিকেশন ডাটাবেসে সেভ করা থাকেনা । এটি সম্পূর্ণ পৃথক সিস্টেম এবং হ্যাকার এটি হ্যাক করতে পারেনি । হ্যাকার যে পাসওয়ার্ড প্রকাশ করেছে তা আসল পাসওয়ার্ড না । বরং অটোমেটিক্যালি সেট করা স্ট্রিং যার সাথে আসল পাসওয়ার্ডের কোন সম্পর্ক নেই ।
যদিও কিছু ব্যবহারকারীর ডাটা লোকাল ডাটাবেসে সংরক্ষিত থাকে । যেমন ফোরামের ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেস । যা হ্যাকার পেয়ে গেছে । এজন্য তারা দু:খ প্রকাশ করেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন