পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

আপনি মারা গেলে মৃত্যুর পরে ফেসবুক,টুইটারের মত অনলাইন অ্যাকাউন্টের কি হবে ?

আপনার মৃত্যুর পরে মনে করুন আপনার ফেসবুক প্রোফাইল স্প্যামে ভরে যাচ্ছে - কেউ তাতে লগইন করে তা সরাতে পারবেনা তখন । অথবা আপনার ফ্লিকারের ফটো  কিংবা টুইটার ফিড। পারপেটু(Perpetu) আপনি মারা যাবার পরেও আপনার অনলাইন অ্যাকাউন্টগুলি ম্যানেজ করতে , সংরক্ষণ ও মুছে ফেলতে এবং চূড়ান্ত ইমেইল যাতে আপনার প্রিয়জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে ।

আপনার অনলানইন পেমেন্ট
অ্যাকাউন্টের কি হবে? টুইটার যদি ফিডগুলো মুছে ফেলে? আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে থাকেন । মৃত্যুর পরেও যদি আপনি টুইটার ও ফেসবুকে আপনার শেষ কথাগুলো পোস্ট করতে চান অথবা প্রিয়জনের কাছে ইমেইল পাঠাতে চাইলে পারপেটু ব্যবহার করতে পারেন ।
Who_2
 প্রথমে ওয়েবসাইটে গিয়ে  সাইন আপ করতে হবে ।

 কিভাবে কাজ করে ?

  •  আপনার শেষ টুইট লিখবেন , ফেসবুকে আপনি কোন ফটোগুলি রাখতে চান তা বলে দিবেন অথবা শেষ ইমেইল লিখে দিবেন ।
How_2
How_3
ফেসবুক,টুইটার,জিমেইলের মত অন্যান্য অনলাইন সার্ভিস সাপোর্টেড প্রোটোকল ব্যবহার করে আপনার ইচ্ছা পূরণ করে থাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন