পৃষ্ঠাসমূহ

রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

আমেরিকার প্রথম কাগজের বই-বিহীন পাবলিক লাইব্রেরী খোলা হয়েছে টেক্সাসে

লাইব্রেরীর ভিতরের চিত্র


টেক্সাসে  বেক্সার কান্ট্রি বিবলিওটেক(BiblioTech)একটি নতুন লাইব্রেরী খুলেছে ২.৩ মিলিয়ন ডলার খরচ করে । এই লাইব্রেরীতে কোন কাগজের বই নেই
 সবই ডিজিটাল । শুধুমাত্র কম্পিউটার এবং ই-রিডার ট্যাবলেট আছে এতে । এটি আমেরিকার প্রথম কাগজের বই-বিহীন পাবলিক লাইব্রেরী সিস্টেম । এটি যেখানে খোলা হয়েছে তার কাছাকাছি কোন বইয়ের দোকান নেই । আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকে এই লাইব্রেরীতে আসছে । তাদের অনেকে এই লাইব্রেরী সম্পর্কে ধারণা নিচ্ছে যাতে তাদের নিজের জন্য ব্যবহার করতে পারে । আশা কার হচ্ছে প্রায় এক লক্ষ ভিজিটর হবে এই বছর । কাগজের বই না থাকায় ফার্নিচারের খরচ সাশ্রয় হয়েছে ।
অনেক কলেজ ক্যাম্পাসে আগে থেকেই ডিজিটাল লাইব্রেরী আছে । কিন্তু বেক্সার কান্ট্রি বিবলিওটেক লাইব্রেরী খুলে ইতিহাস তৈরি করেছে । 
অদূর ভবিষ্যতে বাংলাদেশেও এরকম কাগজের বই বিহীন লাইব্রেরী চালু হবে আশা করা যায় ।
লাইব্রেরীর ওয়েবসাইট : http://bexarbibliotech.org/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন