ভোটিং সিস্টেম টেস্ট করা হচ্ছে |
ক্লেমসন ইউনিভার্সিটির একজন প্রফেসর বাসার কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে ভোট গ্রহণের জন্য নতুন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম
তৈরি করেছেন । যার নাম প্রাইম থ্রি(Prime III) ভোটিং সিস্টেম ।
তৈরি করেছেন । যার নাম প্রাইম থ্রি(Prime III) ভোটিং সিস্টেম ।
ক্লেমসন ইউনিভার্সিটির প্রফেসর জুয়ান গিলবার্ট(Juan Gilbert) ১০ বছর ধরে একদল ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন । তিনি কাজ করছেন এরকম একটি অনলাইন ভোটিং সিস্টেম তৈরি করতে যার মাধ্যমে বাসা বা যে কোন জায়গা থেকে ভোট দেয়া যাবে , কার্যকর , আসল ভোটার যাচাই করার উন্নত পদ্ধতি থাকবে এবং শারীরিকভাবে অক্ষম মানুষও যাতে ভয়েস কমান্ড এবং মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারে ।
সাধারণ ইলেকট্রনিক ভোটিংয়ের চাইতে এটি আরও সস্তা হবে এবং কম্পিউটার , ট্যাবলেট অথবা স্মার্টফোনে ব্যবহার করা যাবে ।
প্রাইম থ্রি(Prime III) ভোটিং সিস্টেম ফ্রিতে ব্যবহার করা যাবে ।ভোটার প্রার্থী বাছাইয়ের পরে তা প্রথেম একটি কাগজে প্রিন্ট করা হয় । যাতে শুধুমাত্র যে প্রার্থীকে ভোট দেয় হয় তা থাকে । তারপর এই কাগজকে একটি মেশিনে নেয়া হয় । মেশিনটি কাগজটি পড়ে, স্ক্যান করে এবং কাগজের ভোট গণনা করে ।
সূত্র:http://www.greenvilleonline.com/article/20140103/NEWS/301030012?source=nletter-top5&gcheck=1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন