পৃষ্ঠাসমূহ

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

ট্যাবলেটে,স্মার্টফোনের মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রযুক্তি

Clemson University Voting Technology being tested
ভোটিং সিস্টেম টেস্ট করা হচ্ছে
ক্লেমসন ইউনিভার্সিটির একজন প্রফেসর বাসার কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে ভোট গ্রহণের জন্য নতুন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম
তৈরি করেছেন ।  যার নাম প্রাইম থ্রি(Prime III) ভোটিং সিস্টেম ।
ক্লেমসন ইউনিভার্সিটির প্রফেসর জুয়ান গিলবার্ট(Juan Gilbert) ১০ বছর ধরে একদল ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন । তিনি কাজ করছেন এরকম একটি অনলাইন ভোটিং সিস্টেম তৈরি করতে যার মাধ্যমে বাসা বা যে কোন জায়গা থেকে ভোট দেয়া যাবে , কার্যকর , আসল ভোটার যাচাই করার উন্নত পদ্ধতি থাকবে এবং শারীরিকভাবে অক্ষম মানুষও যাতে ভয়েস কমান্ড এবং মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারে । 
সাধারণ ইলেকট্রনিক ভোটিংয়ের চাইতে এটি আরও সস্তা হবে এবং কম্পিউটার , ট্যাবলেট অথবা স্মার্টফোনে ব্যবহার করা যাবে ।
প্রাইম থ্রি(Prime III) ভোটিং সিস্টেম  ফ্রিতে ব্যবহার করা যাবে ।ভোটার প্রার্থী বাছাইয়ের পরে তা প্রথেম একটি কাগজে প্রিন্ট করা হয় । যাতে শুধুমাত্র যে প্রার্থীকে ভোট দেয় হয় তা থাকে । তারপর এই কাগজকে একটি মেশিনে নেয়া হয় । মেশিনটি কাগজটি পড়ে, স্ক্যান করে এবং কাগজের ভোট গণনা করে । 
সূত্র:http://www.greenvilleonline.com/article/20140103/NEWS/301030012?source=nletter-top5&gcheck=1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন