পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

স্কিমার(Schemer) বন্ধ করে দিচ্ছে গুগল

স্কিমার(Schemer) 

গুগল নিশ্চিত করেছে  গোল শেয়ারিং সার্ভিস স্কিমার(Schemer) বন্ধ করে  দিবে । গুগল বলেছে ফেব্রুয়ারির ৭ তারিখ স্কিমার(Schemer) এর শেষ দিন । তারপরে স্কিমার(Schemer) এর সব ডাটা চিরতরে মুছে ফেলা হবে । অ্যাপল অ্যাপ স্টোর থেকে
স্কিমার(Schemer) আইওএস অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে এবং ২০১২ এর অক্টোবরের পরে অ্যান্ড্রয়েড অ্যাপ আর আপডেট করা হয়নি ।  
আপনি যদি স্কিমার(Schemer) ব্যবহার করে থাকেন আপনার স্কিমগুলি ডাউনলোড করার জন্য এক মাসেরও কম সময় আছে আপনার কাছে । 
আপনার স্কিমগুলি ডাউনলোড করার জন্য schemer.com এ গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করুন । তার পরে পেজের উপরের দিক থেকে “Email me my schemes” এ ক্লিক করলে আপনার জিমেইলে noreply_announce@schemer.com থেকে ইমেইল করা হবে । এই ইমেইলে আপনার ডাটা CSV and HTML ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠানো হবে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন