পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

আসছে গোপনীয়তা রক্ষাকারী ব্ল্যাকফোন

ব্ল্যাকফোন

নিরাপদে কল ও মেসেজ করা যাবে এরকম ব্ল্যাকফোন নিয়ে আসছেন খ্যাতিমান ক্রিপ্টোগ্রাফি অ্যাক্টিভিস্ট ফিল জিমারম্যান(Phil Zimmerman) । জিমারম্যানের সাইলেন্ট সার্কেল কমিউনিকেশন প্রোভাইডার এবং প্রথম ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ফোন তৈরিকারী গিকস ফোনের মাঝে জয়েন্ট ভেনচার এই ফোন । এটি চলবে অ্যান্ড্রয়েডের একটি সিকিউর
ভার্সন প্রাইভেটওএস(PrivateOS) এ । বার্সেলোনার বিশ্ব মোবাইল কংগ্রেসে উন্মুক্ত করার পরে  ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এই ফোনের জন্য অর্ডার নেয়া হবে ।
ব্ল্যাকফোনের সিকিউরিটি:
ব্ল্যাকফোনের ব্যবহারকারীকে স্মার্টফোনের পাশাপাশি নিরাপদে যোগাযোগের সুবিধা প্রদান করবে । যারা প্রিজম(PRISM) এবং আমেরিকার অন্যান্য গোপনে আড়িপাতা প্রোগ্রাম নিয়ে চিন্তিত তাদের জন্য নিরাপদ যোগাযোগের ব্যবস্থা তৈরি করতে চাইছে ব্ল্যাকফোন । গোপনীয়তা রক্ষা করা ব্ল্যাকফোনের  প্রদান লক্ষ্য । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন