শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
লেবেলসমূহ:
নববর্ষ
উইন্ডোজের জন্য ফেসবুকের তৈরি করা ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger)
ফেসবুক মেসেঞ্জার কি?
উইন্ডোজের জন্য মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
উইন্ডোজের জন্য মেসেঞ্জার একটি নতুন পরীক্ষামূলক অ্যাপ্লিকেশন যার সাহায্যে আপনি ফেসবুকের ওয়েবসাইটে সরাসরি না গিয়েল ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি যা করতে পারবেন:
- ফ্রেসবুকের বন্ধুদের সাথে চ্যাট এবং বার্তা বিনিময় করতে পারবেন।
- আপনার বন্ধুদের আপডেট পাবেন।
- দ্রুত নোটিফিকেশন পাবেন।
এবার লগিন করার জন্য টাস্কবারের নিচের ফেসবুক আইকনে রাইট ক্লিক করুন।
লেবেলসমূহ:
উইন্ডোজ,
ফেসবুক,
ফেসবুক মেসেঞ্জার,
সফটওয়্যার
অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করুন মাত্র ১০০ কিলোবাইটেরও কম আকারের সফটওয়্যার পিউররা(PureRa) দিয়ে
উইন্ডোজ ব্যবহারকারীরা পিউররা(PureRa) দিয়ে আপনার অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিষ্কার করুন। পিউররা(PureRa) ওপেন-সোর্স এবং পোর্টেবল।
পিউররা(PureRa) তে ক্লিক করার পর নিচের মত উইন্ডো খুলবে।
নেক্সট বাটনে ক্লিক করলে নিচের উইন্ডো থেকে আপনি যেসব অপ্রয়োজনীয় সিস্টেম ফাইল পরিস্কার করতে চান তাতে টিক চিহ্ন দিন অথবা সবকিছুর জন্য চে
লেবেলসমূহ:
উইন্ডোজ,
ডাউনলোড,
সফটওয়্যার
শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১
অনলাইন ডাটা রিকভারি(Online Date Recovery)
অনলাইন ডাটা রিকভারি অথবা দূর(Remote) থেকে তথ্য পূনরুদ্ধার হারানো বা মুছে ফেলা(Deleted) তথ্য ফিরে পাওয়ার আরেকটি পদ্ধতি। এটি নিয়মিত সফটওয়্যার ব্যবহার করে তথ্য পূনরুদ্ধারের মতই। এই ধরণের পূনরুদ্ধার কাজ ড্রাইভ বা কম্পিউটার স্থানান্তর না করে ইন্টারনেটের মাধ্যমে সম্পাদন করা হয় । পুনরুদ্ধারকারী প্রকৌশলী(Recovery technician) অন্য কোন জায়গায় বসে ব্যবহার কারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং পুনরুদ্ধারের কাজটি অনলাইনে সম্পন্ন করেন। এই প্রেক্ষাপটে ব্যবহারকারীকে যাতায়াত বা মিডিয়া(হার্ডড্রাইভ,পেন-ড্রাইভ প্রভৃতি) অন্য কোথাও পাঠাতে হয়না।
যদিও অনলাইন ডাটা রিকভারি সুবিধাজনক এবং অনেক ক্ষেত্রে কাজের, এটি প্রকৃতপক্ষে কিছু কারণে সাধারণ ডাটা রিকভারির চাইতে কম জনপ্রিয়। প্রথমত,সঠিকভাবে করার জন্য ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যা বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের দেশে দুর্লভ। আর অনলাইন রিকভারি ভৌত(Physical) ক্ষতির ক্ষেত্রে করা সম্ভব না, যার জন্য সনাতন পরীক্ষারে পুনরুদ্ধার করতে হয়।
লেবেলসমূহ:
তথ্য পুনরুদ্ধার,
নিরাপত্তা
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১
আপনার উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার এবং স্টার্ট মেনু স্বচ্ছ করুন পিএক্সটাস্কবার ট্রানসাইজার দিয়ে
উইন্ডোজ এক্স-পির টাস্ক-বার ও স্টার্ট মেনু সাধারণত উইন্ডোজ সেভেনের মত স্বচ্ছ নয়। এই ছোট সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার টাস্ক-বারকে স্বচ্ছ করে তুলতে পারবেন। ছোট সফটওয়্যারটি ডাউন-লোড করতে এখানে ক্লিক করুন। ইন্সটল করতে হবেনা পোর্টেবল।
এই আইকনটিতে ক্লিক করলে নিচে
pxtaskbartans |
লেবেলসমূহ:
উইন্ডোজ,
এক্স-পি,
ডাউনলোড,
সফটওয়্যার
শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১
জি-মেইল ড্রাইভ শেল এক্সটেনশন
আপনার জি-মেইল অ্যাকাউন্টকে ব্যবহার করুন অনলাইনে ফাইল সংরক্ষণে।
জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্ট কেন্দ্র করে ভার্চুয়াল(যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যৌক্তিক ভাবে বিদ্যমান) ফাইল-সিস্টেম তৈরি করে জি-মেইলকে স্টোরেজ মাধ্যম(যেমন: হার্ড ডিস্ক,পেন-ড্রাইভ প্রভৃতি) হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দেয়।
জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্টের উপর ভার্চুয়াল ফাইল-সিস্টেম তৈরি করে। উইন্ডোজ এক্সপ্লোরার থেকে জি-মেইল অ্যাকাউন্টে সরাসরি ফাইল সঞ্চয় এবং জি-মেইল ড্রাইভে সঞ্চিত ফাইল পাওয়ার ব্যবস্থা করে দেয়। আক্ষরিক ভাবে জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারের মাই কম্পিউটার ফোল্ডারের অধীনে নতুন ড্রাইভ যুক্ত করে। যেখানে আপনি নতুন ফোল্ডার তৈরি, ফাইল অনুলিপি(Copy) এবং ড্রাগ এবং ড্রপ(কম্পিউটারে ফাইল টেনে এনে ছেড়ে দিয়ে কাজ করা) করতে পারবেন।
যখন থেকে গুগল ব্যবহারকারীদেরকে জি-মেইল ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা শুরু করল, ৮০০০ মেগাবাইট স্টোরেজ জায়গা সহ। আপনার অনেক জায়গা থাকলেও এই জায়গা পূর্ণ করার জন্য তেমন কিছু নেই। জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ফাইল জি-মেইল অ্যাকাউন্টে সঞ্চয় এবং ফেরত পেতে পারবেন।
জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি যখন তৈরি করেন, এটি একটি ই-মেইল তেরি করে আপনার ই-মেইল অ্যাকাউন্টে পাঠায়। ই-মেইল আপনার সাধারণ মেইল অ্যাকাউন্টের ইন-বক্সে থাকে এবং ফাইলটি ই-মেইল সংযুক্তি হিসেবে সংযুক্ত হয়। জি-মেইল ড্রাইভ সময়ানুয়ী আপনার মেইল অ্যাকাউন্ট পরিক্ষা করে( জি-মেইলের সার্চ ফাংশন ব্যবহার করে) নতুন ফাইল পৌঁছেছে কিনা দেখার জন্য এবং ডিরেক্টরির গঠন পূনর্গঠন করে। কিন্তু জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারে সংযুক্ত অন্যান্য হার্ড ড্রাইভের মত কাজ করে।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্ট কেন্দ্র করে ভার্চুয়াল(যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যৌক্তিক ভাবে বিদ্যমান) ফাইল-সিস্টেম তৈরি করে জি-মেইলকে স্টোরেজ মাধ্যম(যেমন: হার্ড ডিস্ক,পেন-ড্রাইভ প্রভৃতি) হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দেয়।
জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্টের উপর ভার্চুয়াল ফাইল-সিস্টেম তৈরি করে। উইন্ডোজ এক্সপ্লোরার থেকে জি-মেইল অ্যাকাউন্টে সরাসরি ফাইল সঞ্চয় এবং জি-মেইল ড্রাইভে সঞ্চিত ফাইল পাওয়ার ব্যবস্থা করে দেয়। আক্ষরিক ভাবে জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারের মাই কম্পিউটার ফোল্ডারের অধীনে নতুন ড্রাইভ যুক্ত করে। যেখানে আপনি নতুন ফোল্ডার তৈরি, ফাইল অনুলিপি(Copy) এবং ড্রাগ এবং ড্রপ(কম্পিউটারে ফাইল টেনে এনে ছেড়ে দিয়ে কাজ করা) করতে পারবেন।
যখন থেকে গুগল ব্যবহারকারীদেরকে জি-মেইল ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা শুরু করল, ৮০০০ মেগাবাইট স্টোরেজ জায়গা সহ। আপনার অনেক জায়গা থাকলেও এই জায়গা পূর্ণ করার জন্য তেমন কিছু নেই। জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ফাইল জি-মেইল অ্যাকাউন্টে সঞ্চয় এবং ফেরত পেতে পারবেন।
জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি যখন তৈরি করেন, এটি একটি ই-মেইল তেরি করে আপনার ই-মেইল অ্যাকাউন্টে পাঠায়। ই-মেইল আপনার সাধারণ মেইল অ্যাকাউন্টের ইন-বক্সে থাকে এবং ফাইলটি ই-মেইল সংযুক্তি হিসেবে সংযুক্ত হয়। জি-মেইল ড্রাইভ সময়ানুয়ী আপনার মেইল অ্যাকাউন্ট পরিক্ষা করে( জি-মেইলের সার্চ ফাংশন ব্যবহার করে) নতুন ফাইল পৌঁছেছে কিনা দেখার জন্য এবং ডিরেক্টরির গঠন পূনর্গঠন করে। কিন্তু জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারে সংযুক্ত অন্যান্য হার্ড ড্রাইভের মত কাজ করে।
ব্যবহার : ডাউন-লোড করে ইন্সটল করার পর ব্যবহার করার মাই কম্পিউটারে নিচের মত ড্রাইভ তৈরি হবে।
এই ড্রাইভে ক্লিক করলে আপনার জি-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
লগ ইন করার পর জি-মেইল ড্রাইভ ফোল্ডারে ডাবল ক্লিক করুন।নিচের ফোল্ডার খুলবে।এই ফোল্ডারে ফাইল সংরক্ষণ বা ডিলিট বা কপি করলে তা আপনার অনলাইন ড্রাইভে হবে।
মনে রাখবেন যে জি-মেইল ড্রাইভ গুগল প্রদত্ত ফ্রি জি-মেইল সেবার উপর নির্ভর করে, জি-মেইল সিস্টেমের পরিবর্তন এই টুলটির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।
উইন্ডোজের সকল ভার্সন সাপোর্ট করে।
লেবেলসমূহ:
উইন্ডোজ,
জি-মেইল,
সফটওয়্যার
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১
কম্পিউটার ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাস
কম্পিউটার ভাইরাস সবসময় গুরুত্বপূর্ণ ভয় ছিল না। প্রথম সময়ের ভাইরাসগুলো সাধারণ প্রোগ্রাম ছাড়া কিছু ছিল না । ১৯৭০ এর দশকের দিকে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় এবং কম্পিউটারের টার্মিনালে বার্তা প্রদর্শন ছাড়া বেশি কিছু করত না।
১৯৮০’র দশক ও তার মাঝামাঝি পর্যন্ত গুরুতর নিরাপত্তা ভয় হিসেবে ভাইরাস তেমন নজরে আসেনি। এই সময়ে ব্রেইন ভাইরাস(Brain Virus) এর মত প্রথম কম্পিউটার ভাইরাস দেখা যায়। এই ভাইরাসটি এম-এস ডস(MS-DOS) কম্পিউটারের বুট সেক্টরকে সংক্রমিত করতে সক্ষম,ধীর গতিসম্পন্ন করে দিত অথবা ব্যবহারের অনুপযোগী করে দিত।
ভাইরাসের প্রতি মিডিয়ার নজর ৯০’র দশকে
লেবেলসমূহ:
কম্পিউটার ভাইরাস,
নিরাপত্তা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)