পেস্টবিন এর মাধ্যমে আমরা কোড এবং ডাটা শেয়ার করতে পারি । কিন্তু বারবার ওয়েবসাইট ব্যবহার করে পেস্ট তৈরি করার বদলে আপনি পেস্টবিন সফটওয়্যার ব্যবহার করতে পারেন । পেস্টবিন সফটওয়্যার অনেক প্লাটফরমে ব্যবহার করা যায় । তার মধ্যে শুধুমাত্র এখানে উইন্ডোজ সেভেনের জন্য পেস্টবিন সফটওয়্যার নিয়ে আলোচনা করা হবে । http://pastebin.com/etc/pastebin-v1.1.exe এই ঠিকানা থেকে পেস্টবিন ডাউনলোড করা যাবে । ইন্সটল করার পরে চালু করলে নিচের উইন্ডো দেখা যাবে ।
পেস্টবিন ডেস্কটপের প্রধান উইন্ডো |
পেস্টবিনের পরিচিতি |
1-7 পর্যন্ত বিভিন্ন অংশের কাজ :
- পেস্টবিনের পেস্ট তৈরি করতে ব্যবহার করেন ।
- পেস্টবিন ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকলে এই সফটওয়্যারে লগিন করতে পারবেন ।
- পেস্টের টাইটেল ।
- পেস্টের সেটিং পরিবর্তন করতে পারবেন । এটিতে টিক চিহ্ন তুলে দিলে 5 নং মেনু আসবে ।
- এখান থেকে পেস্ট কবে মেয়াদউত্তীর্ণ হবে, পাবলিক না প্রাইভেট পেস্ট এবং সিনটেক্স হাইলাইটিং ব্যবহার করতে পারবেন।
- এই উইন্ডোতে কোড বা লেখা পেস্ট করতে পারবেন ।
- সাবমিট বাটনে ক্লিক করলে পেস্ট সাবমিট হবে । সাবমিট হয়ে গেলে নিচের নোটিফিকেশনে পেস্টের লিংক দেখাবে । এই লিংক থেকে লিংক কপি করে পেস্ট শেয়ার করতে পারবেন।
নোটিফিকেশন এরিয়ার নোটিফিকেশন |
পেস্টবিন সফটওয়্যার যে সব প্লাটফরমে ব্যবহার করা যাবে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল:
- আইপ্যাড, আইফোন,
- এন্ড্রয়েড,
- ব্ল্যাকবেরি,
- ফায়ারফক্স অ্যাড অন, গুগল ক্রোম এক্সটেনশন, ওপেরা এক্সটেনশন হিসেবে ,
- উইন্ডোজ এক্সপি, ভিস্তা,সেভেন,এইট,৮.১ ,
- ইউনিক্স
- ইক্লিপ্স প্লাগিন হিসেবে ।
আপনি আপনার কম্পিউটারে পেস্টবিন ইন্সটল করার জন্য নিচের ঠিকানা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পেস্টবিন সফটওয়্যার ইন্সটল করতে পারেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন