পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১

নিজে নিজে বন্ধ হবে কম্পিউটার


অটো শাট-ডাউন আপনার কম্পিউটারকে  নির্দিষ্ট সময়সূচী বা রুটিন অনুযায়ী বন্ধ করতে এবং বিভিন্ন বন্ধ করার অপশন যেমনঃ বন্ধ করা,

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

ফিজিক্যাল(ভৌত) ক্ষতির পর তথ্য পুনরুদ্ধার


অনেক ধরণের দুর্ঘটনা স্টোরেজ মিডিয়ার ভৌত ক্ষতি করতে পারে।সিডি রমের ধাতব স্তরে আঁচড় কেটে যেতে পারে, হার্ড ডিস্ক কয়েক ধরণের যান্ত্রিক ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন হেড ক্র্যাশ এবং মোটর নষ্ট হওয়া,সাধারণ টেপ ভেঙ্গে যেতে পারে। ভৌত ক্ষতি সবসময় অল্প হলেও কিছু তথ্যের ক্ষতি করে, অনেক ঘটনায় ফাইল সিস্টেমের লজিক্যাল(গাণিতিক,যৌক্তিক) গঠনও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মিডিয়া হতে ফাইল পুনরুদ্ধারের পূর্বে কোন লজিক্যাল ক্ষতি অবশ্যই মেরামত করতে হবে।
সবচেয়ে বেশি ভৌত ক্ষতি সাধারণ ব্যবহারকারী কর্তৃক মেরামত সম্ভব নয়। উদাহরণস্বরূপ সাধারণ পরিবেশে হার্ডডিস্ক খোলা হলে বাতাসের ধূলা প্ল্যাটার এ জমতে পারে এবং প্ল্যাটার এবং রিড রাইট হেডের মাঝে জমে নতুন হেড ক্র্যাশের কারণ হতে পারে যা পরবর্তীতে প্ল্যাটার এর ক্ষতি করে এবং এইভাবে পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করে। তাছাড়া সাধারণ ব্যবহারকারীর সাধারণত এই ধরণের মেরামতের জন্য হার্ডওয়্যার ও কারিগরি জ্ঞান থাকেনা। ফলস্বরূপ ব্যয়বহুল তথ্য পুনরুদ্ধার-কারী প্রতিষ্ঠানকে তথ্য পুনরুদ্ধারে নিয়োগ দেয়া হয়।
হার্ডডিস্ক

পুনরুদ্ধার কৌশল

ভৌত-ভাবে ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার হতে তথ্য পুনরুদ্ধারের সাথে বহুবিধ কৌশল জড়িত থাকতে পারে। কিছু ক্ষতি হার্ডডিস্কের যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে  মেরামত করা যেতে পারে। এভাবে ডিস্কটিকে ব্যবহার উপযোগী করা যেতে পারে কিন্তু সেখানে কিছু লজিক্যাল ক্ষতি থাকতে পারে। হার্ডডিস্কের উপরিতল থেকে প্রতিটি পাঠযোগ্য বিট(কম্পিউটারে তথ্যের ক্ষুদ্রতম একক) পুনরুদ্ধারের জন্য বিশেষ ডিস্ক-ইমেজিং কার্যপদ্ধতি ব্যবহার করা হয়। একবার এই ইমেজ(প্রতিচ্ছবি) বা অনুলিপি সংগ্রহ  এবং নির্ভরযোগ্য মাধ্যমে(যেমনঃ হার্ডডিস্ক প্রভৃতি) করা সম্ভব হলে, লজিক্যাল ক্ষতির জন্য নির্বিঘ্নে বিশ্লেষণ করা হয় এবং সম্ভবত অরিজিনিয়াল বা আসল  ফাইল সিস্টেমের বেশিরভাগই পুনর্নির্মাণ করা সম্ভব হয়।



 উইকিপিডিয়া অনুসারে

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

ডাটা রিকভারি(Data Recovery) বা তথ্য পুনরুদ্ধার

 

ক্ষতিগ্রস্ত, হঠাৎ নিষ্ক্রিয়, বিকৃত অথবা অনভিগম্য সেকেন্ডারি  স্টোরেজ   যখন স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়না তখন তা হতে তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া হল ডাটা রিকভারি বা তথ্য পুনরুদ্ধার। প্রায়ই তথ্যসমূহ অভ্যন্তরীণ(internal) অথবা বহিঃস্থ(external) হার্ডডিস্ক, সলিড স্টেট ড্রাইভ(SSD), ইউএসবি ফ্লাশ, স্টোরেজ টেপ, সিডি,ডিভিডি,আরএআইডি(RAID), এবং অন্যান্য ইলেকট্রনিক প্রভৃতি হতে উদ্ধার করা হয়। স্টোরেজ ডিভাইসের ফিজিক্যাল ক্ষতির কারণে অথবা ফাইল সিস্টেমের লজিক্যাল ক্ষতি যা এটিকে অপারেটিং সিস্টেম দ্বারা মাউন্ট(হার্ডডিস্ক এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সংযোগ) পুনরুদ্ধারের দরকার পড়তে পারে।

 

সবচেয়ে সাধারণ তথ্য পুনরুদ্ধার দৃশ্য কল্প অপারেটিং সিস্টেমের ব্যর্থতার সাথে জড়িত(নমুনাস্বরূপ একটিমাত্র ডিস্ক, পার্টিশন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে),এক্ষেত্রে  উদ্দেশ্য সাধারণত সব প্রয়োজনীয় ফাইল অন্য আরেকটি ডিস্কে কপি করা। লাইভ সিডির(Live CD) সাহায্যে যা সহজে সুসম্পন্ন করা যায়। যার বেশিরভাগ ব্যবস্থা করে  ফাইল সিস্টেম ড্রাইভ মাউন্ট করার   এবং ডিস্ক অথবা বহনযোগ্য মাধ্যমের ব্যাকআপ, এবং  ফাইল ম্যানেজার অথবা  অপটিক্যাল ডিস্ক অথোরিং সফটওয়্যারের সাহায্যে সিস্টেম ফাইলসমূহ অন্য ব্যাকআপ মিডিয়াতে স্থানান্তর করার।এমন ঘটনা  প্রায় হ্রাস করা যায় ডিস্ক পার্টিশনিং এবং নিয়মিত  মূল্যবান তথ্যের ফাইল(অথবা তাদের অনুলিপি) অন্য বদল যোগ্য অপারেটিং সিস্টেমের  অন্য একটি ভিন্ন পার্টিশনে মজুত করে।

অন্য আরেকটি দৃশ্য কল্প ডিস্ক-লেভেল ব্যর্থতার(disk-level filure) সাথে জড়িত, যেমন নষ্ট ফাইল সিস্টেম বা ডিস্ক পার্টিশন অথবা হার্ড ডিস্ক বিচ্যুতি। এর যেকোনো একটি ক্ষেত্রে কম্পিউটার সহজে তথ্য পাঠ করতে পারে না। পরিস্থিতির উপর নির্ভর করে, সমাধান  জড়িত ফাইল সিস্টেম ,পার্টিশন টেবিল বা মাস্টার বুট রেকর্ড(MBR) অথবা হার্ডডিস্ক পুনরুদ্ধার কৌশল যেমন   সফটওয়্যার  ভিত্তিক নষ্ট ফাইল পুনরুদ্ধার  থেকে শুরু করে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত ডিস্কের হার্ডওয়্যার প্রতিস্থাপন পর্যন্ত। যদি হার্ডডিস্ক রিকভারি অপরিহার্য, ডিস্কটি স্থায়ীভাবে অকৃতকার্য হয়, এবং বরঞ্চ মনোযোগ থাকে একবার পুনরুদ্ধারের উপর, যাই পাঠ করা যায়।

তৃতীয় দৃশ্য কল্পে, ফাইল স্টোরেজ মিডিয়াম হতে ডিলিট করে ফেলা হয়। নমুনাস্বরূপ ডিলিট করা ফাইল তাৎক্ষণিক ভাবে মুছে ফেলা হয়না; বরঞ্চ, ডিরেক্টরি স্ট্রাকচারে  তাদের উপস্থিতি মুছে ফেলা হয় এবং তারা যে জায়গা দখল করে তা পরবর্তীতে লেখার জন্য দেয়া হয়। ইতোমধ্যে পূর্বের ফাইল ফিরে পাওয়া যেতে পারে। যদিও “ডাটা রিকভারি” অথবা “তথ্য পুনরুদ্ধার” শব্দ  নিয়ে বিভ্রান্তি বিদ্যমান যা ফরেনসিক অ্যাপ্লিকেশনের বর্ণনা বা গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হয়ে থাকে।

Light bulbউইকিপিডিয়া অনুসারে