অাজকে রাসবেরি পাই ফাউন্ডেশন তাদের ব্লগে রাসবেরি পাই ৩ এর ঘোষণা দিয়েছে । যাতে রয়েছে ৬৪ বিট অার্ম ভি৮ কোয়াড কোর প্রসেসর যার ক্লক স্পিড ১.২ গিগাহার্টজ( রাসবেরি পাইয়ে ১ এর চেয়ে প্রায় ১০ গুণ বেশি গতি রাসবেরি পাই ফাউন্ডেশনের বেঞ্চমার্ক অনুযায়ী ) । ওয়াইফাই ও ব্লুটুথ অাছে এই বোর্ডটিতে । মূল্য রাখা হয়েছে ৩৫ ডলার ।
নতুন কি অাছে ?
৮০২.১১এন ওয়ারলেস ল্যান যা দিয়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যাবে । রয়েছে ব্লুটুথ ভার্সন ৪.১ যা দিয়ে ব্লুটুথ মাউস ও কিবোর্ডের সাথে সংযুক্ত করা যাবে ।
রাসবেরি পাই ৩ রাসবেরি পাই ১ ও ২ এর সাথে কমপ্যাটিবল । সব কানেক্টর অাগের মডেলগুলোর মত একই জায়গায় অাছে এবং সেগুলোর কাজও অাগের মতই । অাগের মত ৫ ভোল্টের মাইক্রো ইউএসবি দিয়ে চালানো যাবে । অনলাইনে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কেনা যাবে । তবে বাংলাদেশের রোবোটিকস ও ইলেক্ট্রনিকসের অনলাইন শপে পেতে হলে অাপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ।
Rasberry Pi 3 Model B ছবি: রাসবেরি পাই ফাউন্ডেশনের ওয়েবসাইট |
৮০২.১১এন ওয়ারলেস ল্যান যা দিয়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যাবে । রয়েছে ব্লুটুথ ভার্সন ৪.১ যা দিয়ে ব্লুটুথ মাউস ও কিবোর্ডের সাথে সংযুক্ত করা যাবে ।
রাসবেরি পাই ৩ রাসবেরি পাই ১ ও ২ এর সাথে কমপ্যাটিবল । সব কানেক্টর অাগের মডেলগুলোর মত একই জায়গায় অাছে এবং সেগুলোর কাজও অাগের মতই । অাগের মত ৫ ভোল্টের মাইক্রো ইউএসবি দিয়ে চালানো যাবে । অনলাইনে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কেনা যাবে । তবে বাংলাদেশের রোবোটিকস ও ইলেক্ট্রনিকসের অনলাইন শপে পেতে হলে অাপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ।