পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩

ভয়ানক এন্ড্রয়েড মোবাইল বটনেট হাইজ্যাক করছে এসএমএস ডাটা

MisoSMS/মিসোএসএমএস নামের মোবাইল বটনেট এন্ড্রয়েড প্লাটফরমের ব্যাপক ক্ষতি করছে । ব্যক্তিগত মেসেজ চুরি করা এবং বাছাই করে চায়নাতে আক্রমণকারীদের কাছে পাঠাচ্ছে । সোমবার ফায়ারআই(FireEye)এর রিসার্চার সোমবার এটি সনাক্ত করেন ।
তিনি এটিকে সবচেয়ে বড় এডভান্সড মোবাইল বটনেট হিসেবে উল্লেখ্য করেন । ৬০ টির চাইতে বেশি স্পাইওয়্যার ক্যাম্পেইনে এটি ব্যবহৃত হচ্ছে । ফায়ারআই অনুসন্ধান করে দেখেছে এটি কোরিয়া এবং চীনের মেইন ল্যান্ড থেকে করা হচ্ছে । ফায়ার আই রিসার্চার টিম আবিষ্কার করেছেন ৬৪ টি মোবাইল বটনেট ক্যাম্পেইন আছে মিসোএসএমএস ম্যালওয়্যার ফ্যামিলিতে ।
মিরোএসএমএসের কিছু বৈশিষ্ট্য:

    ওয়েব-মেইলকে কমান্ড এবং কন্ট্রোল স্ট্রাকচার হিসেব ব্যবহার করে ।

কোরিয়াতে ব্যাপকভাবে একটিভ এবং বিস্তৃত আছে এটি ।

 এটি ইন্সটল করলে Google Vx নামে পরিচয় দেয় এবং এডমিনিস্ট্র্যাটিভ পারমিশন চায় । এই পারমিশন ইউজারের কাছ থেকে হাইড হতে সাহায্য করে ম্যালওয়ারটিকে । নিচের চিত্রগুলো দেখুন ।


ইউজার পারমিশন দিলে এটি ফিগার ৩ এর মেসেজ দেখায় । যার অর্থ ফাইল ড্যামাজ এবং ব্যবহার করা যাবেনা ওয়েবসাইটে এটি পরীক্ষা করে দেখুন এবং ওকে বাটন চাপুন । ওকে চাপা হোক আর না হোক এটি কিছুক্ষণ পরে দেখায় রিমুভ করা কমপ্লিট । কিন্তু আসলে এটি রিমুভ হয়না ।

এইরকম ম্যালওয়ার ও বটনেটের বিস্তারের এটি অনুমান করা যায় যে মোবাইল প্লাটফরম দিন দিন আরও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন