পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

আপনি কি জানেন?(মানব মস্তিষ্ক)

ছবি:contorlmind.info

আপনার মস্তিষ্ক আপনার ফ্রিজের আলোর চেয়ে কম শক্তি ব্যয়ে চলে। যার মান প্রায় ১২ ওয়াট। একদিনে আপনার মস্তিষ্ক একটি ছোট চকোলেট বারে থাকা শক্তির সমপরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার কর, যার মান 
প্রায় ২৩০ কিলো-ক্যালরি। যদিও এই বিষয়গুলি থেকে মনে হতে পারে মস্তিষ্ক সাশ্রয়ী, কিন্তু আপেক্ষিকভাবে তা শক্তি সাশ্রয়ী নয়। আপনার মস্তিষ্ক দেহের ওজনের শতকরা ২ ভাগ কিন্তু দেহের মোট শক্তির ২০ ভাগ ব্যবহার করে। বেঁচে থাকার জন্য দেহের মোট ক্যালরি এক দশমাংশ মস্তিষ্কের প্রয়োজন। প্রতি মিনিটে দেহের প্রতি গ্রাম টিস্যুর চেয়ে দশগুণ বেশি গতিতে শক্তি ব্যয় করে। এই শক্তির বেশির ভাগ মস্তিষ্কের রক্ষণাবেক্ষণে ব্যয় হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন