প্রোগ্রামিং অাইডিই কোডব্লকস সি প্রোগ্রামিং শেখার জন্য প্রায় সবাই ব্যবহার করে থাকে । কোডব্লকসের শর্টকাট কি গুলো জানলে এতে অারও দ্রুত কাজ করা যাবে । নিচে সি কোডব্লকসের শর্টকাটগুলো দেয়া হল । কোডব্লকস উইকির সাহায্য নিয়ে লেখা হয়েছে ।
কাজ | শর্টকাট কি |
শেষ কাজটি পূর্বাবস্থায় নিয়ে যাও | Ctrl + Z
|
শেষ কাজটি আবার কর | Ctrl + Shift + Z
|
সিলেক্ট করা টেক্টট কাট কর | Ctrl + X
|
সিলেক্ট করা টেক্সট কপি কর | Ctrl + C
|
ক্লিপবোর্ড থেকে টেক্সট পেস্ট কর | Ctrl + V
|
সকল টেক্সট সিলেক্ট কর | Ctrl + A
|
হেডার / সোর্সের মধ্যে পরিবর্তন কর | F11
|
হাইলাইট করা কোড কমেন্ট কর | Ctrl + Shift + C
|
হাইলাইট করা কোড আনকমেন্ট কর | Ctrl + Shift + X
|
যে লাইনে লাইন ক্যারেট অাছে সে লাইন ডুপ্লিকেট কর | Ctrl + D
|
অটোকমপ্লিট / সংক্ষিপ্ত রূপ | Ctrl + Space / Ctrl + J
|
কল টিপ প্রদর্শন কর | Ctrl + Shift + Space
|
লাইন ক্যারেট যে লাইনে অাছে তার সাথে উপরের লাইনটি অদল বদল কর | Ctrl + T
|
বুকমার্ক পরিবর্তন কর | Ctrl + B
|
অাগের বুকমার্কে যাও | Alt + PgUp
|
পরের বুকমার্কে যাও | Alt + PgDown
|
বর্তমান ব্লকের ফোল্ডিং পরিবর্তন কর | F12
|
সকল ফোল্ড পরিবর্তন কর | Shift + F12
|
কাজ
| শর্টকাট কি
|
লেখার অাকার বৃদ্ধি কর | Ctrl + Keypad "+"
|
লেখার অাকার হ্রাস কর | Ctrl + Keypad "-"
|
লেখার অাকার স্বাভাবিক কর | Ctrl + Keypad "/"
|
সাম্প্রতিক ফাইলগুলোর মাঝে চক্রাকারে অাবর্তন কর | Ctrl + Tab
|
ব্লক ইনডেন্ট কর | Tab
|
ব্লক ডিডেন্ট কর | Shift + Tab
|
শব্দের শুরু পর্যন্ত মুছে দাও | Ctrl + BackSpace
|
শব্দের শেষ পর্যন্ত মুছে দাও | Ctrl + Delete
|
লাইনের শুরু পর্যন্ত মুছে দাও | Ctrl + Shift + BackSpace
|
লাইনের শেষ পর্যন্ত মুছে দাও | Ctrl + Shift + Delete
|
একটি ডকুমেন্টের প্রথমে যাও | Ctrl + Home
|
নথির শুরু পর্যন্ত নির্বাচন ভাড়াও | Ctrl + Shift + Home
|
প্রদর্শনের লাইনের শুরুতে যাও | Alt + Home
|
প্রদর্শনের লাইনের শুরু পর্যন্ত নির্বাচন বাড়াও | Alt + Shift + Home
|
ডকুমেন্টের শেষে যাও | Ctrl + End
|
ডকুমেন্টের শেষ পর্যন্ত সিলেকশন বাড়াও | Ctrl + Shift + End
|
প্রদর্শনের লাইনের শেষ পর্যন্ত যাও | Alt + End
|
প্রদর্শনের লাইনের শেষ পর্যন্ত সিলেকশন বাড়াও | Alt + Shift + End
|
একটি ফোল্ড পয়েন্ট প্রসারিত বা সঙ্কোচন কর | Ctrl + Keypad "*"
|
তৈরি করুন অথবা একটি বুকমার্ক মুছে দাও | Ctrl + F2
|
পরবর্তী বুকমার্কে যাও | F2
|
পরবর্তী বুকমার্ক করতে নির্বাচন কর | Alt + F2
|
নির্বাচিত লেখাটি খুঁজে বের কর । | Ctrl + F3
|
পিছন দিকে নির্বাচিত লেখা খুঁজে বের কর । | Ctrl + Shift + F3
|
উপরের দিকে স্ক্রল কর | Ctrl + Up
|
নিচের দিকে স্ক্রল কর | Ctrl + Down
|
লাইন কাট কর | Ctrl + L
|
লাইন কপি কর । | Ctrl + Shift + T
|
লাইন ডিলেট কর । | Ctrl + Shift + L
|
লাইনটি পূর্ববর্তী লাইনের সঙ্গে পরিবর্তন কর । | Ctrl + T
|
লাইন নকল কর । | Ctrl + D
|
নেস্টেড টিকে বাদ দিয়ে, মিলে যাওয়া প্রিপ্রসেসর কন্ডিশনাল খুঁজে বের কর । | Ctrl + K
|
মিলে যাওয়া প্রিপ্রসেসর কন্ডিশনাল সিলেক্ট কর । | Ctrl + Shift + K
|
নেস্টেড টিকে বাদ দিয়ে, মিলে যাওয়া উল্টোদিকে প্রিপ্রসেসর কন্ডিশনাল খুঁজে বের কর । | Ctrl + J
|
মিলে যাওয়া প্রিপ্রসেসর কন্ডিশনাল উল্টোদিকে সিলেক্ট কর | Ctrl + Shift + J
|
পূর্বের প্যারাগ্রাফ । শিফট নির্বাচন প্রসারিত কর । | Ctrl + [
|
পরের প্যারাগ্রাফ । শিফট নির্বাচন প্রসারিত কর । | Ctrl + ]
|
পূর্ববর্তী শব্দ। শিফট নির্বাচন প্রসারিত কর । | Ctrl + Left
|
পরবর্তী শব্দ। শিফট নির্বাচন প্রসারিত কর । | Ctrl + Right
|
শব্দের পূর্ববর্তী অংশ। শিফট সিলেকশন প্রসারিত কর । | Ctrl + /
|
শব্দের পরবর্তী অংশ। শিফট সিলেকশন প্রসারিত কর। | Ctrl + \
|
ফাইল
কাজ
| শর্টকাট কি
|
নতুল ফাইল বা প্রজেক্ট | Ctrl + N
|
পূর্বের ফাইল অথবা প্রজেক্ট খুল | Ctrl + O
|
বর্তমান ফাইলটি সংরক্ষণ কর | Ctrl + S
|
সব ফাইং সংরক্ষণ কর | Ctrl + Shift + S
|
বর্তমানে খোলা ফাইলটি বন্ধ কর | Ctrl + F4 / Ctrl + W
|
সব ফাইল বন্ধ কর | Ctrl + Shift + F4 / Ctrl + Shift + W
|
কাজ
| শর্টকাট কি
|
পরবর্তী খোলা ফাইল সক্রিয় কর | Ctrl + Tab
|
পূর্ববর্তী খোলা ফাইল সক্রিয় কর | Ctrl + Shift + Tab
|
দৃশ্য
কাজ
| শর্টকাট কি
|
মেসেজ পেন দেখাও/অাড়াল কর | F2
|
ম্যানেজম্যান্ট পেন দেখাও/অাড়াল কর | Shift + F2
|
প্রজেক্ট উপরে সরাও(প্রজেক্ট ট্রির) | Ctrl + Shift + Up
|
প্রজেক্ট নিচে সরাও(প্রজেক্ট ট্রির) | Ctrl + Shift + Down
|
পূর্বেরটি সক্রিয় করুন (প্রজেক্ট ট্রির) | Alt + F5
|
পরেরটি সক্রিয় কর (প্রজেক্ট ট্রির) | Alt + F6
|
জুম ইন/অাউট | Ctrl + Roll Mouse Wheel
|
এডিটরে ফোকাস কর | CTRL + Alt + E
|
সার্চ
কাজ
| শর্টকাট কি
|
খোঁজ | Ctrl + F
|
পরবর্তীটি খোঁজে বের কর | F3
|
অাগেরটি খোঁজ | Shift + F3
|
ফাইলে খোঁজ | Crtl + Shift + F
|
প্রতিস্থাপন | Ctrl + R
|
ফাইলে প্রতিস্থাপন কর | Ctrl + Shift + R
|
লাইনটিতে যাও | Ctrl + G
|
পরের পরিবর্তিত লাইনে যাও | Ctrl + F3
|
অাগে পরিবর্তন করা লাইনে যাও | Ctrl + Shift + F3
|
ফাইলটিতে যাও | Alt + G
|
ফাংশনে যাও | Ctrl + Alt + G
|
অাগের ফাংশনে যাও | Ctrl + PgUp
|
পরের ফাংশনে যাও | Ctrl + PgDn
|
ডিক্ল্যারেশনে যাও | Ctrl + Shift + .
|
বাস্তবায়নে যাও | Ctrl + .
|
ইনক্লুড(include) ফাইং খোল | Ctrl + Alt + .
|
বিল্ড
কাজ | শর্টকাট কি
|
বিল্ড | Ctrl + F9
|
এই ফাইলটি কম্পাইল কর | Ctrl + Shift + F9
|
রান | Ctrl + F10
|
বিল্ড কর এবং চালাও | F9
|
পুনরায় বিল্ড কর | Ctrl + F11
|
ডিবাগ
কাজ
| শর্টকাট কি
|
ডিবাগ | F8
|
ডিবাগিং চালিয়ে যান | Ctrl + F7
|
পরের কোড ব্লকে চলে যাও | F7
|
কোড ব্লকের ভিতর যাও | Shift + F7
|
কোড ব্লকের ভিতর থেকে বাইরে যাও | Ctrl + Shift + F7
|
ব্রেকপয়েন্ট পরির্তন কর | F5
|
কার্সরে যাও | F4
|
পূর্বের ভুল | Alt + F1
|
পরবর্তী ভুল | Alt + F2
|